বার্লিনে চ্যান্সেলর ভবনের দরজায় গাড়ির ধাক্কা
জার্মানির বার্লিনে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফেডারেল চ্যান্সেলরি ভবনের দরজায় ধাক্কা দিয়েছে একটি গাড়ি। জার্মান পুলিশ এ তথ্য জানিয়েছে। ৫৪ বছর বয়সী ওই গাড়ির চালককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তবে ওই ব্যক্তির উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফক্সওয়াগন গাড়িটির দুই পাশে সাদা রঙে বিশেষ বার্তা লেখা ছিল। একটি বার্তায় বিশ্বায়নের রাজনীতি বন্ধ করার আহ্বান এবং অন্য বার্তায় শিশু ও বৃদ্ধদের হত্যাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
আঙ্গেলা ম্যার্কেল কোভিড নিরাপত্তা পদক্ষেপ বাড়াতে আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনার কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটে।
ওই গাড়ি দরজায় ধাক্কা দেওয়ার সময় চ্যান্সেলর ভবনে উপস্থিত ছিলেন কি না, তা জানা যায়নি।
জার্মানিতে ‘লকডাউন লাইট’ নামের বিশেষ লকডাউন ব্যবস্থা ও বিধিনিষেধ ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হতে পারে। এ নিয়ে কোভিড-১৯ বিরোধী ও উগ্র ডানপন্থীরা বিক্ষোভ করছেন।
বিবিসি বলছে, বুধবার সকালের দিকে অল্প গতিতে চ্যান্সেলর ভবনে আঘাত হানা গাড়িটি ওই বিক্ষোভের অংশ নয় বলেই ইঙ্গিত মিলেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পুলিশি হেফাজতে থাকা ওই চালক এর আগেও এ ঘটনা ঘটিয়েছেন। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আরেকবার ভবনের গেটে আঘাত হানেন। ওই সময় গাড়ির দরজায় ভিন্ন স্লোগান লেখা ছিল। একটিতে লেখা ছিল জলবায়ু পরিবর্তনের সমাপ্তি টানুন এবং অন্যদিকে লেখা ছিল ‘নিকোল, আই লাভ ইউ’।
পুলিশ বলেছে, তারা বুধবার ওই ব্যক্তির মানসিক সমস্যা, নাকি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য রয়েছে, তা জানার চেষ্টা করছে।
দেশটির সরকারি একজন মুখপাত্র বলেছেন, জার্মানির চ্যান্সেলর কোনো ঝুঁকির মধ্যে নেই।