২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পূর্ব ইউক্রেনের ৭ লাখ মানুষকে রাশিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা

স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে যে বাস এসেছে, তার দিকে যাচ্ছেন একজন বাসিন্দা। বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহর, ১৮ ফেব্রুয়ারি ২০২২
ছবি: রয়টার্স

পূর্ব ইউক্রেনে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা বলছেন, স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) অঞ্চল থেকে সাত লাখ মানুষকে রাশিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। পূর্ব ইউক্রেনে দুটি স্বঘোষিত প্রজাতন্ত্র রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের গতকাল শুক্রবারের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের অধিকাংশ মানুষ রুশ ভাষায় কথা বলে। ইতিমধ্যে সেখানকার অনেক মানুষকে রাশিয়ার নাগরিকত্বও দেওয়া হয়েছে।

ইউক্রেন বলছে, দোনেৎস্ক পিপলস রিপাবলিকের শাসকেরা বিচ্ছিন্নতাবাদী নন, তবে তাঁরা রাশিয়ার পক্ষে লড়াই করেন। অবশ্য এই অভিযোগ অস্বীকার করে ক্রেমলিন।
পূর্ব ইউক্রেনে টানা দ্বিতীয় দিনের মতো দেশটির সরকারি বাহিনীর সঙ্গে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলির ঘটনার মধ্যেই এই কথা জানান বিচ্ছিন্নতাবাদীরা।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে আগ্রাসনের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই তা হতে পারে।

ইউক্রেন নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চলছে। এর মধ্যেই সামরিক মহড়া পর্যবেক্ষণ করবেন ভ্লাদিমির পুতিন। আজ শনিবার এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাশিয়ার এই সামরিক মহড়ায় অংশ নেবে পারমাণবিক অস্ত্র চালাতে সক্ষম বাহিনী। মহড়ায় ব্যালিস্টিক ও ক্রুস ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হবে।

চার মাস ধরে রাশিয়ার সামরিক বাহিনী বিভিন্ন ধরনের মহড়া চালাচ্ছে। এর মধ্যে ইউক্রেন সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানোর বিষয়টিও রয়েছে। পশ্চিমা বিশ্বের হিসাব অনুযায়ী, ইউক্রেন সীমান্তে দেড় লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। এ ছাড়া কৃষ্ণসাগর ও বেলারুশেও সামরিক মহড়া চালাচ্ছে মস্কো।