জেলেনস্কির সঙ্গে আলাপের পর পুতিনের কাছে যাচ্ছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর

শনিবার জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন কার্ল নেহামা
ছবি: রয়টার্স ফাইল ছবি

ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এবার রাশিয়া সফরে যাচ্ছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামা। স্থানীয় সময় আজ সোমবার মস্কো যাবেন তিনি। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এটি হবে পুতিনের সঙ্গে প্রথম কোনো ইইউ নেতার সরাসরি বৈঠক। খবর বিবিসি ও আল–জাজিরার।

অস্ট্রিয়ার কর্মকর্তারা বলেন, মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনায় অগ্রগতি আনতে চাইছেন নেহামা। বৈঠকে যুদ্ধাপরাধ ইস্যুতেও কথা বলবেন তিনি।

আল–জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, নেহামা নিজেও টুইটার পোস্টে এ সফরের কথা জানিয়েছেন। টুইটারে তিনি লেখেন, ‘আমরা সামরিকভাবে নিরপেক্ষ, তবে ইউক্রেনে রুশ অভিযান নিয়ে আমাদের স্পষ্ট অবস্থান আছে। তাঁকে থামতে হবে। সেখানে (ইউক্রেনে) মানবিক করিডর স্থাপন, অস্ত্রবিরতি চুক্তি ও যুদ্ধাপরাধের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।’

নেহামা বলেন, মস্কো সফরের ব্যাপারে অন্য ইউরোপীয় সহযোগীদের সঙ্গেও কথা বলেছেন। এর মধ্যে রয়েছেন—ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বার্তা সংস্থা আরইএকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও নিশ্চিত করেছেন, আজ নেহামার সঙ্গে বৈঠক করবেন পুতিন।

এর আগে গত শনিবার ইউক্রেন সফরে যান নেহামা। সেখানে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। এর পরপরই তাঁর মস্কো সফরের ঘোষণা এল।

অস্ট্রিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ। তবে এটি ন্যাটোর সদস্য দেশ নয়। শুরু থেকেই ইউক্রেনে রুশ হামলার সমালোচনা করে আসছে ভিয়েনা। সম্প্রতি চার রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে দেশটি।