জার্মানিতে তুষারপাত

ইউরোপের আবহাওয়া পঞ্জিকা অনুযায়ী বসন্ত শুরু হওয়ার কথা ২০ মার্চ। বসন্ত শুরুর তিন সপ্তাহ আগে ইউরোপজুড়ে শৈত্যপ্রবাহ ও তুষারপাত কিছুটা অস্বাভাবিক এবং অভাবনীয়। প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতের জনজীবন বিপর্যস্ত হলেও জীবন থেমে নেই। ছবিগুলো ২৮ ফেব্রুয়ারি উত্তর জার্মানির হ্যানোভার শহরের। ছবিগুলো তুলেছেন প্রথম আলোর হ্যানোভার (জার্মানি) প্রতিনিধি সরাফ আহমেদ।

১ / ৯
বরফে ছেয়ে গেছে হ্যানোভার শহরের আলেম অঞ্চলের ঘরবাড়ি।
বরফে ছেয়ে গেছে হ্যানোভার শহরের আলেম অঞ্চলের ঘরবাড়ি।
২ / ৯
বরফে ঢাকা পড়েছে বাগানও।
বরফে ঢাকা পড়েছে বাগানও।
৩ / ৯
শুভ্র বরফে ঢাকা হ্যানোভার শহরের ভিলি স্পান পার্ক।
শুভ্র বরফে ঢাকা হ্যানোভার শহরের ভিলি স্পান পার্ক।
৪ / ৯
হ্যানোভার শহরের ফাউস্ট সাংস্কৃতিক কেন্দ্র এলাকা।
হ্যানোভার শহরের ফাউস্ট সাংস্কৃতিক কেন্দ্র এলাকা।
৫ / ৯
পোষা কুকুর নিয়েই তুষারপাতের মধ্য পার্কে হাঁটাহাঁটি।
পোষা কুকুর নিয়েই তুষারপাতের মধ্য পার্কে হাঁটাহাঁটি।
৬ / ৯
হ্যানোভারের ইমে নদী জমে গেছে হিম বরফে।
হ্যানোভারের ইমে নদী জমে গেছে হিম বরফে।
৭ / ৯
হ্যানোভার শহরে ইমে নদীর ওপর ডর্ন রোসচেন ব্রিজে পথচারীরা।
হ্যানোভার শহরে ইমে নদীর ওপর ডর্ন রোসচেন ব্রিজে পথচারীরা।
৮ / ৯
প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতে জনজীবন থেমে নেই।
প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতে জনজীবন থেমে নেই।
৯ / ৯
বরফে আচ্ছাদিত হ্যানোভারের একটি স্কুলের খেলার মাঠ ও সেন্ট বেনো গির্জা।
বরফে আচ্ছাদিত হ্যানোভারের একটি স্কুলের খেলার মাঠ ও সেন্ট বেনো গির্জা।