জরুরি অবস্থা জারির পথে ইউক্রেন

হামলার আশঙ্কায় ইউক্রেন বাহিনীর মহড়া
ছবি: রয়টার্স

ইউক্রেন-রাশিয়া সংকট ঘিরে ইউরোপে উত্তেজনার পারদ চরমে। ইউক্রেনে মস্কোর হামলার আশঙ্কার মুখে নানা পদক্ষেপ নিয়েছে কিয়েভ। এর অংশ হিসেবে জরুরি অবস্থা জারির প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। খবর বিবিসির

আজ বুধবার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক শেষে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি দানিলভ এ কথা বলেছেন। তিনি বলেছেন, স্বঘোষিত দোনেৎস্ক ও লুহানস্ক ছাড়া ইউক্রেনের সব অঞ্চলে এই জরুরি অবস্থা বহাল থাকবে।

ওলেক্সি দানিলভ বলেন, প্রাথমিকভাবে এক মাস জরুরি অবস্থা বহাল থাকবে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানান তিনি। তবে জরুরি অবস্থা জারি করার আগে ইউক্রেনের পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।

এদিকে যুদ্ধের জন্য যেকোনো মুহূর্তের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এর অংশ হিসেবে ১৮ থেকে ৬০ বছর বয়সী নাগরিকদের নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

গত সোমবার ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীনিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি রুশ সেনা পাঠানোরও নির্দেশ দিয়েছেন। অঞ্চলটিতে রুশ-সমর্থিত সেনাদের সঙ্গে ইউক্রেন বাহিনীর যুদ্ধ চলছে।