গ্রেপ্তারের ঝুঁকি মাথায় নিয়ে রাশিয়ায় ফিরছেন নাভালনি
গ্রেপ্তারের ঝুঁকি মাথায় নিয়ে রাশিয়ায় ফিরছেন দেশটির বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, আজ রোববার জার্মানি থেকে রাশিয়ায় ফিরছেন ক্রেমলিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নাভালনি। দেশে ফেরামাত্র তিনি গ্রেপ্তার হতে পারেন।
রাশিয়ার কারা বিভাগ বলেছে, জালিয়াতির মামলায় ২০১৪ সালের স্থগিত দণ্ডের শর্ত লঙ্ঘনের জন্য মস্কোতে ফেরামাত্র নাভালনিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হতে পারে।
নাভালনি রাশিয়ায় ফৌজদারি অপরাধের মামলারও মুখোমুখি হতে পারেন।
নাভালনি ও তাঁর সহযোগীরা রুশ কর্তৃপক্ষের এসব পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে অভিহিত করছেন।
বিষ প্রয়োগে অসুস্থ হওয়ার পর নাভালনি চিকিৎসার জন্য জার্মানিতে গিয়েছিলেন। সেখানে থেকে চিকিৎসা নিয়ে ধীর ধীরে সেরে ওঠেন তিনি। কয়েক মাস জার্মানিতে থাকার পর আজ নিজ দেশ রাশিয়ায় ফিরছেন নাভালনি।
নাভালনি ও তাঁর সহযোগীদের অভিযোগ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই তাঁকে বিষ প্রয়োগ করা হয়েছিল।
গত বছরের আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে মস্কোয় যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। প্রথমে তাঁকে সাইবেরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসার জন্য জার্মানি যান। তিনি কোমায় চলে গিয়েছিলেন।
পশ্চিমা বিশেষজ্ঞদের ভাষ্য, নাভালনিকে সোভিয়েত আমলে তৈরি নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগ করা হয়েছিল।
নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে ক্রেমলিন।