গরুর জন্য শৌচাগার
নেদারল্যান্ডসের এক গবেষক গরুর শৌচাগারব্যবস্থা উদ্ভাবন করেছেন। দেশটির পূর্বাঞ্চলীয় শহর দুতিনশেমের একটি খামারে ব্যবস্থাটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও শুরু হয়েছে। সেখানকার গরুগুলোকে শেখানো হচ্ছে কীভাবে শৌচাগার ব্যবহার করতে হয়।
হেঙ্ক হানসকাম্প নামে নেদারল্যান্ডসের এক গবেষক শৌচাগারটি উদ্ভাবন করেছেন। এই ব্যবস্থায় মূত্র সংগ্রহের জন্য গরুর পেছনে একটি বাক্স রাখা হয়। একেকটি বাক্স ১৫ থেকে ২০ লিটার মূত্র সংগ্রহ করতে পারে। গরুগুলোর খাওয়া শেষ হলেই একটি রোবটনিয়ন্ত্রিত যান্ত্রিক হাত গরুর ওলানের পাশের স্নায়ুকে উদ্দীপ্ত করে। ফলে গরুর মূত্র ত্যাগ করার ইচ্ছা জাগে এবং নির্দিষ্ট বাক্সে তা জমা হয়।
খামারের ৫৮টি গরুর ওপর এই পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে সাতটি গরু এরই মধ্যে নির্দিষ্ট ওই বাক্সে মূত্র ত্যাগ করতে শিখে গেছে বলে জানিয়েছেন হানসকাম্প। তিনি বলেন, গরুর মূত্র অ্যামোনিয়ার একটি বড় উৎস। এটি ইউরিয়া সার উৎপাদনে ব্যবহৃত হয়। নির্দিষ্ট স্থানে গরুর মূত্রত্যাগের এই ব্যবস্থা অ্যামোনিয়ার উৎস হিসেবে কাজে লাগবে বলে মনে করছেন তিনি।