খারকিভে যুদ্ধবিমান ভূপাতিত

যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছেছবি টুইটার

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে একটি যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। খবর বিবিসির।

বিবিসি ভিডিও ফুটেজটির সত্যতা যাচাই করলেও ঠিক কোথায় যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে এবং যুদ্ধবিমানটি রাশিয়া না ইউক্রেনের, নিশ্চিত হতে পারেনি।

তবে ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভূপাতিত যুদ্ধবিমানটি রাশিয়ার। সুখোই-২৫ মডেলের রুশ ওই যুদ্ধবিমান আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে সক্ষম। খারকিভের নিয়ন্ত্রণ নিতে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। এর মধ্যেই ইউক্রেনের সামরিক বাহিনী একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করল।

এদিকে ইউক্রেনের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার ৮০টিরও বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী।

রোববার জ্যেষ্ঠ এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ইউক্রেনের আকাশসীমার নিয়ন্ত্রণ নিয়ে লড়াই চলছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এখনো সচল।

এদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে সোভিয়েত আমলের যুদ্ধবিমান সরবরাহের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্য পোল্যান্ডকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে। বিনিময়ে সীমান্তবর্তী দেশ ইউক্রেনকে সোভিয়েত আমলের যুদ্ধবিমান সরবরাহ করবে পোল্যান্ড।