২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ক্যানসারের চিকিৎসার জন্য ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন পুতিন: দাবি মার্কিন গণমাধ্যমের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এ জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে তিনি সাময়িকভাবে অন্য একজনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন। এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। এ নিয়ে মঙ্গলবার সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, পুতিন তাঁর ক্যানসারের চিকিৎসা করাতে দেশটির নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পেত্রুশেভের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

নিউইয়র্ক পোস্টের ওই প্রতিবেদন মূলত রাশিয়ার একটি টেলিগ্রাম চ্যানেলকে উদ্ধৃত করে করা হয়েছে। তাতে বলা হয়, কথা উঠেছে পুতিন কয়েক দিন আগে পেত্রুশেভের সঙ্গে দুই ঘণ্টা একান্তে কথা বলেছেন। ওই টেলিগ্রাম চ্যানেলটি পরিচালনা করছেন রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের সাবেক এক লেফটেন্যান্ট জেনারেল।

ওই চ্যানেলের এক পোস্টে দাবি করা হয়, পুতিনকে তাঁর চিকিৎসকেরা অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছেন। অল্প সময়ের মধ্যেই এ কাজ শেষ করা হবে। ফলে পেত্রুশেভের কাছে তিনি দুই থেকে তিন দিনের জন্য ক্ষমতা হস্তান্তর করতে পারেন।
তবে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, তাঁরা গণমাধ্যমের খবরের সত্যতা যাচাই করতে পারেননি। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সোমবার বলেছেন, তাঁরা এমন কিছু পাননি, যা পুতিনকে নিয়ে নিউইয়র্ক পোস্টের এ খবরকে সমর্থন করে।

গত মাসে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট পুতিনকে একটি টেবিল শক্ত করে আঁকড়ে ধরে থাকতে দেখা গেছে। বিশেষ করে এরপর থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পুতিনের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।