কিয়েভের খুব কাছে রাশিয়ার সাঁজোয়া দল, আবাসিক এলাকায় গুলি
ইউক্রেনে চলমান রুশ অভিযান ১৭তম দিনে গড়িয়েছে আজ শনিবার। রাশিয়ার বিভিন্ন সাঁজোয়া সেনাদল ক্রমাগত ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। কিয়েভের খুব কাছে পৌঁছে গেছে তারা। বিভিন্ন আবাসিক এলাকায় গুলি ছুড়ছে এ সেনাদলগুলো। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস প্রকাশিত স্যাটেলাইট চিত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আক্রমণের জন্য নিয়োজিত মূল বাহিনীটি কিয়েভের উত্তর দিকের সড়কগুলোতে স্থবির হয়ে থাকলেও কিয়েভের উত্তর–পশ্চিমাঞ্চলের শহরগুলোতে রুশ সাঁজোয়া দলগুলোর গতিবিধি দেখা গেছে। একটি বিমানবন্দরের খুব কাছে এ শহরগুলোর অবস্থান।
এদিকে রুশ হামলার ১৭তম দিনে আজ সকালে ইউক্রেনের কিয়েভ, লাভিভ, খারকিভ ও চেরকাসিসহ বিভিন্ন বড় বড় শহরে বিমান হামলাজনিত আগাম সতর্কতা সংকেত বাজতে শোনা যায়। গতকাল শুক্রবার দিবাগত রাতেও কিয়েভে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, যা আজ ভোর পর্যন্ত চলে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে কৌশলগতভাবে ঘুরে দাঁড়াতে পেরেছে তাঁর দেশ। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে জয়ী বা তাঁর কৌশলগত লক্ষ্য অর্জনে সফল হবেন না। তবে একই সঙ্গে তিনি আবারও এটা নিশ্চিত করে বলেন যে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। এটা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে।