২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এখনই ইউক্রেনে হামলার মতো অবস্থানে ৪০-৫০ ভাগ রুশ সেনা: যুক্তরাষ্ট্র

সম্প্রতি ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের স্যাটেলাইট চিত্র প্রকাশ করে মাক্সার টেকনোলজিস
ছবি: রয়টার্স

ইউক্রেন সীমান্তে গত বুধবার থেকে রুশ সেনাদের উল্লেখজনক গতিবিধি পর্যবেক্ষণের দাবি করেছে যুক্তরাষ্ট্র। সীমান্তে মোতায়েন থাকা রুশ সেনাদের মধ্যে ৪০-৫০ ভাগ এখনই হামলা করার মতো অবস্থানে রয়েছে বলে মনে করছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

শুক্রবার এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘৪০ থেকে ৫০ শতাংশ রুশ সেনা হামলা করার মতো অবস্থানে রয়েছে। গত ৪৮ ঘণ্টায় তাঁরা কৌশলগত ইউনিটগুলোর সমাবেশ ঘটানোর দিকে মনোযোগী ছিলেন।’

ওই কর্মকর্তা আরও বলেন, ইউক্রেন সীমান্তের কাছে রুশ সেনাবাহিনীর ১২৫টি কৌশলগত ইউনিট মোতায়েন রয়েছে। অথচ স্বাভাবিক সময়ে ৬০টি ইউনিট মোতায়েন থাকে। ফেব্রুয়ারির শুরুর দিকে তা বাড়িয়ে ৮০ করা হয়েছিল।

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় দেশটির সরকারি বাহিনীর সঙ্গে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত বেড়েছে। ওই মার্কিন কর্মকর্তা মনে করেন, রাশিয়া ও দনবাসের কর্মকর্তারা যে দাবিগুলো করেছেন তাতে বোঝা যায়, পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।

কয়েক সপ্তাহ ধরেই ওয়াশিংটন সতর্ক করে আসছে, ইউক্রেনে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় উসকানি দিয়ে দেশটিতে হামলার প্রেক্ষাপট তৈরি করতে পারে ওয়াশিংটন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে কয়েকটি উপায় রয়েছে। অল্প সময়ের মধ্যে হামলা চালানোর প্রস্তুতি রয়েছে তাঁর।

রুশ সেনা মোতায়েন প্রশ্নে অস্টিন বলেন, ‘আমি একে শক্তিমত্তা প্রদর্শন বলে মনে করি না। আমার ধারণা, একটি সফল সামরিক অভিযান চালাতে যেসব বিষয় নিশ্চিত করা প্রয়োজন, তার সবগুলো তিনি (পুতিন) প্রস্তুত রেখেছেন।’