ইলন মাস্কের সঙ্গে যে কথা হলো জেলেনস্কির
মার্কিন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক থেকে আগামী সপ্তাহে আরও স্যাটেলাইট ইন্টারনেট সার্ভার পাবে ইউক্রেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
কথোপকথন শেষে জেলেনস্কি টুইট করে বলেন, ‘ইলন মাস্কের সঙ্গে কথা বললাম। কথা ও কাজে ইউক্রেনকে সমর্থন দেওয়ার কারণে আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। ক্ষতিগ্রস্ত শহরগুলোর জন্য আগামী সপ্তাহে আরও কিছু স্টারলিংক সার্ভার পাব আমরা। সম্ভাব্য মহাকাশ প্রকল্প নিয়েও কথা হয়েছে।’
গত বৃহস্পতিবার মাস্ক বলেন, রাশিয়ার আগ্রাসনের মুখে স্টারলিংক ছিল রাশিয়ান নয়, এমন একমাত্র যোগাযোগব্যবস্থা, যা এখনো ইউক্রেনের কিছু অংশে কাজ করছে।
রুশ সামরিক আগ্রাসন শুরুর পর ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হলে এর আগে ইউক্রেনে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল সরবরাহ করেন ইলন মাস্ক।
স্পেসএক্সের অঙ্গপ্রতিষ্ঠান স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত। স্টারলিংক ইতিমধ্যে ইন্টারনেট সেবা দেওয়া শুরু করেছে।