ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় নিহত কমপক্ষে ১৫

হামলায় ধসে যাওয়া ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী
ফাইল ছবি : রয়টার্স

ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর চাসিব ইয়ারে রাশিয়ার রকেট হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই হামলায় যেসব বাড়ি ধসে গেছে, এসব বাড়ির নিচে ২০ জনের বেশি আটকা পড়েছেন।

এই হামলার পর ইউক্রেনের জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকা থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাশিয়ার হামলায় পাঁচতলা একটি ভবন ধসে গেছে। ধ্বংসাবশেষের স্তূপ জমেছে সেখানে। চাসিব ইয়ার শহর দোনেৎস্ক অঞ্চলে। এ অঞ্চল লক্ষ্য করে বর্তমানে হামলা চালাচ্ছে রাশিয়ার বাহিনী।

হামলার পর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, রাশিয়ার রকেট হামলার কারণে এই ধ্বংসস্তূপ।

এদিকে দক্ষিণে রাশিয়ার নিয়ন্ত্রিত খেরসনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এই হামলা নিয়ে একধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ইউক্রনেরে এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানের রাশিয়ার একটি সামরিক ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের হামলায় একটি হাসপাতাল ধ্বংস হয়েছে এবং একটি বাড়ি ধ্বংস হয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা তাসের খবরে বলা হযছে, প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে খেরসনে হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে। তবে এরপরও এই শহরে চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় দুজন আহত হয়েছেন।