ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য
ইউক্রেনে অস্ত্র সরবরাহকারীদের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকি সত্ত্বেও দেশটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য। খবর বিবিসির।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানান, যুক্তরাজ্যের এম২৭০ রকেট–ব্যবস্থা রাশিয়ার আগ্রাসন থেকে নিজেদের রক্ষায় ইউক্রেনকে সাহায্য করবে। ইউক্রেনে কতটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে, যুক্তরাজ্য সরকার এখন পর্যন্ত তা না জানালেও প্রাথমিকভাবে তিনটি ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এর আগে গত সপ্তাহে ইউক্রেনে একটি রকেট–ব্যবস্থা পাঠানোর কথা ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পর এর তীব্র প্রতিক্রিয়া জানায় মস্কো। গতকাল রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অস্ত্র সরবরাহকারীদের হুঁশিয়ার করেন। পুতিন হুমকি দিয়ে বলেন, পশ্চিমা দেশগুলো যদি কিয়েভকে দূরপাল্লার অস্ত্র পাঠায় তাহলে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা বাড়াবে রুশ বাহিনী।
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহ যুক্তরাজ্যে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের এ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে।
বেন ওয়ালেস আরও বলেন, কোনো উসকানি ছাড়াই ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। আত্মরক্ষায় ইউক্রেনের কাছে এখন এসব অস্ত্র অনেক গুরুত্বপূর্ণ। কিয়েভে ক্ষেপণাস্ত্র পাঠানোর মাধ্যমে ইউক্রেনীয় সেনাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহের ক্ষেত্রে নেতৃস্থানীয় অবস্থানে উঠে আসবে যুক্তরাজ্য। তিনি বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার কৌশলে যেভাবে পরিবর্তন এসেছে, সেভাবে আমাদের সাহায্যেও পরিবর্তন আবশ্যক।’