আরও রুশ সেনা মোতায়েনের স্যাটেলাইট ছবি প্রকাশ

মাক্সার প্রকাশিত স্যাটেলাইট চিত্র
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস দাবি করেছে, ইউক্রেনের কাছে বেশ কয়েকটি এলাকায় নতুন করে সেনা মোতায়েন করেছে রাশিয়া।

ওই এলাকায় সম্প্রতি স্যাটেলাইটে ধারণকৃত কিছু ছবি প্রকাশ করে এমন দাবি করা হয়েছে। খবর রয়টার্সের।

কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনের ওপর নজর রাখছিল মার্কিন কোম্পানি মাক্সার টেকনোলজিস। স্যাটেলাইটে ধারণকৃত কিছু ছবি প্রকাশ করে প্রতিষ্ঠানটি বলেছে, ক্রিমিয়া, রাশিয়ার পশ্চিমাঞ্চল ও বেলারুশের বিভিন্ন জায়গায় নতুন করে রুশ সেনা মোতায়েন হতে দেখা গেছে। ছবিগুলো স্থানীয় সময় গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার স্যাটেলাইটে ধারণ করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আলাদা করে ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি তারা।

২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে অঞ্চলটিকে নিজেদের সঙ্গে একীভূত করে রাশিয়া। মাক্সার বলছে, ক্রিমিয়ার সিমফেরোপল শহরের উত্তরে অকতায়েবরোস্কয়ে বিমানঘাঁটিতে বিপুলসংখ্যক নতুন সেনা মোতায়েন হতে দেখা গেছে। ওই এলাকায় সাড়ে ৫০০ সেনা তাঁবু ও শত শত গাড়ির উপস্থিতিও শনাক্ত হয়েছে।

মাক্সারের দাবি, স্যাটেলাইট চিত্রে ক্রিমিয়ার নোভুজেরনোয়ের কাছে নতুন সেনা ও সরঞ্জাম পৌঁছাতে দেখা গেছে। উত্তর–পশ্চিম উপকূলীয় এলাকা স্লাভনে শহরের কাছেও নতুন করে সেনা মোতায়েন হতে দেখা গেছে।

বেলারুশের যে জায়গায় রাশিয়া যৌথ মহড়া চালাচ্ছে, সেখানেও নতুন সেনা মোতায়েন হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। গোমেলের কাছে জিয়াব্রোভকা বিমানঘাঁটিতে সামরিক যান ও হেলিকপ্টারের উপস্থিতি দেখা গেছে।

তবে এখন পর্যন্ত কত সেনা মোতায়েন করা হয়েছে, তা প্রকাশ করেনি রাশিয়া। তাদের দাবি, নিজেদের ভূখণ্ডের ভেতরে যেখানে ইচ্ছা, সেখানে সেনা মোতায়েনের অধিকার তাদের রয়েছে। মস্কো আরও দাবি করেছে, তারা বহির্বিশ্বের জন্য কোনো হুমকি তৈরি করছে না।