‘গ্রেনেডে’ মৃত্যু প্রিগোশিনের
ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনকে বহনকারী উড়োজাহাজ হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন ইঙ্গিত দিয়েছেন।
গত ২৩ আগস্ট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভাগনারপ্রধান নিহত হন। ওই ঘটনায় ভাগনারের আরও দুই শীর্ষস্থানীয় কমান্ডার, প্রিগোশিনের চার দেহরক্ষী ও উড়োজাহাজটির তিনজন ক্রুও নিহত হন। উড়োজাহাজটি সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে মস্কোর উত্তরে বিধ্বস্ত হয়।
ঘটনার পরপরই মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন, উড়োজাহাজটিকে ভূপাতিত করা হয়েছে। পুতিনের নির্দেশে প্রিগোশিনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।
গতকাল বৃহস্পতিবার সোচি শহরের ব্ল্যাক সি রিসোর্টে ভালদাই ডিসকাশন ক্লাবের এক বৈঠকে পুতিন বলেন, উড়োজাহাজটি ভেতর থেকে বিস্ফোরিত হয়েছে। বাইরে থেকে হামলা হয়নি। রাশিয়ার তদন্ত কমিটির প্রধান কয়েক দিন আগে তাঁকে এ ব্যাপারে জানিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের শরীরে হ্যান্ড গ্রেনেডের টুকরা পাওয়া গেছে।’ তিনি বলেন, উড়োজাহাজটিতে বাইরে থেকে কোনো হামলা হয়নি; এটা নিশ্চিত। তবে উড়োজাহাজের ভেতরে কীভাবে গ্রেনেড বিস্ফোরিত হলো, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি পুতিন।
পুতিন মনে করেন, ওই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের শরীরে মাদক পরীক্ষা না করে তদন্তকারীরা ভুল করেছেন। তিনি বলেন, ‘আমার মতে, এ ধরনের পরীক্ষা চালানো দরকার ছিল, কিন্তু তা চালানো হয়নি।’
রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, নিরাপত্তা সংস্থা এফএসবির সদস্যরা সেন্ট পিটার্সবার্গে ভাগনারের কার্যালয়ে তল্লাশি চালিয়েছিলেন। সেখান থেকে নগদ এক হাজার কোটি রুবল এবং পাঁচ কেজি কোকেন উদ্ধার হয়েছে।
পুতিনের বক্তব্যের ব্যাপারে জানতে ভাগনার কিংবা প্রিগোশিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। এদিকে ভাগনারপ্রধানের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় তদন্তকারীরা এখনো প্রতিবেদন প্রকাশ করেননি।
পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
পুতিন দাবি করেছেন, রাশিয়া একটি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। তিন দশকের বেশি সময়ের বিরতির পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষার আশঙ্কাও উড়িয়ে দেননি তিনি।
পুতিন বলেন, পারমাণবিক সক্ষমতাসম্পন্ন বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তাঁর দেশ। এ ক্ষেপণাস্ত্র অনেক মাইল পথ পাড়ি দিতে পারে। তিনি আরও বলেন, রাশিয়ার সারমাত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র–ব্যবস্থা তৈরির কাজ প্রায় শেষ। এটিও রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র।
ইউক্রেনে হামলা শুরুর পর থেকে পুতিন বারবারই বিশ্বকে নিজেদের পারমাণবিক সক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন। আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা বুদ্ধিমান, তারা রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। এ ধরনের হামলা হলে আমরা এমনভাবে আকাশে এমন শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ব, একজন শত্রুও বাঁচার সুযোগ পাবে না।
‘এক সপ্তাহও’ টিকবে না ইউক্রেন
পশ্চিমা বিশ্ব গোলাবারুদ সরবরাহ বন্ধ করে দিলে ইউক্রেন ‘এক সপ্তাহও টিকবে না’ বলেও মন্তব্য করেছেন পুতিন। তিনি বলেন, ধরুন, আগামীকাল যদি পশ্চিমা বিশ্বের সহায়তা বন্ধ হয়ে যায়, তাহলে ইউক্রেনের গোলাবারুদ শেষ হয়ে যেতে মাত্র এক সপ্তাহ লাগবে।
এমন সময় রাশিয়ার প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন, যখন ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভক্তি দৃশ্যমান হচ্ছে। পুতিন বলেন, পশ্চিমা সামরিক ও আর্থিক সহায়তা ছাড়া ইউক্রেন ‘এক সপ্তাহের’ বেশি টিকে থাকতে পারবে না।
খারকিভে হামলায় নিহত ২
আজ শুক্রবার সকালে ইউক্রেনে খারকিভ শহরে রুশ বাহিনীর হামলায় ১০ বছরের এক শিশু ও ৬৮ বছর বয়সী তার দাদি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৬ জন। শহরের কেন্দ্রস্থলে আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।
আগের দিন পার্শ্ববর্তী রোজা গ্রামে হামলায় আহত একজন মারা গেছেন। এ নিয়ে ওই হামলার ঘটনায় নিহত বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। একটি শোক অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
এ ছাড়া বৃহস্পতিবার দিবাগত রাতে ড্রোন হামলায় দানিয়ুব নদীর তীরে ইউক্রেনীয় বন্দরের স্থাপনা ও শস্যগুদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় ব্যবহৃত ৩৩টি শাহেদ ড্রোনের ২৫টি ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।
এদিন রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। গতকাল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের পাঁচটি সশস্ত্র ড্রোন ধ্বংস করা হয়েছে।