যুদ্ধ, নিষেধাজ্ঞা সত্ত্বেও রেকর্ড শস্য রপ্তানির দাবি রাশিয়ার
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর দেওয়া নিষেধাজ্ঞার মধ্যেও রেকর্ড পরিমাণ শস্য রপ্তানি করেছে রাশিয়া। বিশ্ববাজারে ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত এই রেকর্ড হয়েছে। গত শুক্রবার রুশ কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ সাংবাদিকদের এসব কথা বলেছেন।
পাত্রুশেভের ভাষ্য, বন্ধু দেশগুলোয় প্রচুর শস্য রপ্তানি করেছে রাশিয়া। তিনি বলেন, ‘রপ্তানির কথা বলতে গেলে আমরা একেবারে নজিরবিহীন রেকর্ড মাত্রায় শস্য রপ্তানি করেছি। এর পরিমাণ ছয় কোটি টন। এর মধ্য দিয়ে আমাদের রপ্তানি রাজস্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২ সালের শেষ নাগাদ মোট ৪ হাজার ১০০ কোটি ডলারের বেশি রাজস্ব এসেছে।’
রুশ কৃষিমন্ত্রীর তথ্য অনুযায়ী, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা যে দেশগুলো সমর্থন করেনি, সেসব দেশে মূলত কৃষিপণ্য রপ্তানি করছে মস্কো। মোট রপ্তানির ৮৭ শতাংশ এসব দেশে করা হচ্ছে। চীন, তুরস্ক, মিসর, আলজেরিয়া, বাংলাদেশ, পাকিস্তানসহ বিভিন্ন দেশ এই তালিকায় আছে।
গত মাসে পাত্রুশেভ বলেছিলেন, রাশিয়ার উৎপাদনকারীরা ধীরে ধীরে নির্ভরযোগ্য ও দায়িত্বশীল বিদেশি সহযোগীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। ২০২২ সালে রাশিয়া কৃষিপণ্যের নিট রপ্তানিকারক দেশ হিসেবে তাদের অবস্থান ফিরে পেয়েছে।
গত বছর রেকর্ড পরিমাণে শস্য উৎপাদন করেছে রাশিয়া। কৃষকেরা ১০ কোটি টন গমসহ ১৫ কোটি টনের বেশি শস্য সংগ্রহ করেছে।