ব্রিটিশ সেই শিশুর নাম পাকোড়া রাখা হয়নি, মজা করেছিল রেস্তোরাঁটি
দক্ষিণ এশিয়ার উপাদেয় খাবার পাকোড়া খেয়ে মুগ্ধ হয়ে নিজেদের সন্তানের নাম ‘পাকোড়া’ রেখেছেন এক ব্রিটিশ দম্পতি। সম্প্রতি আয়ারল্যান্ডের একটি রেস্তোরাঁর ফেসবুক পেজে এমন একটি পোস্ট দেওয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনাও হচ্ছিল। তবে এখন রেস্তোরাঁটি বলছে, ওই শিশুর নাম আসলে ‘পাকোড়া’ রাখা হয়নি। মজা করেই পোস্টটি দিয়েছিলেন ওই রেস্তোরাঁর মালিক। খবর ইন্ডিয়া টুডের।
আয়ারল্যান্ডের নিউটাউনঅ্যাবের বিখ্যাত রেস্তোরাঁ দ্য ক্যাপ্টেনস টেবল। সম্প্রতি ওই রেস্তোরাঁর ফেসবুক পেজে এক নবজাতক ও একটি রসিদের ছবি প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়েছিল, গত ২৪ আগস্ট জন্ম নেওয়া ওই শিশুর মা পাকোড়া খেতে পছন্দ করতেন। তাই সন্তানের নাম ‘পাকোড়া’ রেখেছেন তিনি।
নবজাতকের একটি ছবি শেয়ার করেছে রেস্তোরাঁটি লিখেছে, ‘প্রথমবারের মতো এটা হলো... পৃথিবীতে স্বাগত পাকোড়া! তোমাকে দেখার অপেক্ষায় আছি।’
বিলের রসিদের যে ছবি শেয়ার করা হয়েছিল, সেখানে বিভিন্ন খাবারের তালিকার মধ্যে পাকোড়া নামটি উল্লেখ করা ছিল।
ইন্টারনেট দুনিয়ায় অনেকেই ওই দম্পতিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আবার অনেকে ওই পোস্টের নিচের কমেন্টে এ নিয়ে বিদ্রূপ ও হাসি–তামাশা করেছেন। ফেসবুক ব্যবহারকারীদের একজন লিখেছিলেন, ‘এরা আমার দুই সন্তান—চিকেন এবং টিক্কা।’ আরেক ব্যবহারকারী লিখেছিলেন, ‘আমার দুইবারের গর্ভাবস্থার সময় কলার তৈরি আইসপপ আর তরমুজ খেতে ভালো লাগত। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে জন্মগত বোধশক্তিকে কাজে লাগিয়েছি। এসব খাবারের নামে সন্তানের নাম রাখিনি।’
তবে এখন ক্যাপ্টেনস টেবলের মালিক হিলারি ব্রানিফ জানিয়েছেন নতুন তথ্য। তিনি বলেছেন, পুরো বিষয়টি ছিল একটা মজা। ক্রমবর্ধমান ব্যয় এবং জ্বালানি বিল বৃদ্ধি নিয়ে উদ্বেগে থাকা এ শিল্পব্যবস্থায় সামান্য আনন্দের খোরাক জোগাতে এমনটা করেছেন বলে উল্লেখ করেন তিনি।
হিলারি ব্রানিফ আরও বলেছেন, ছবির ওই শিশু তাঁর নাতনি। তার নাম রাখা হয়েছে গ্রেস।
হিলারি ব্রানিফ জানান, পৃথিবীতে চিকেন পাকোড়া এবং নাতনি তাঁর সবচেয়ে প্রিয়। মজা করার উদ্দেশ্যেই এ দুইয়ের সমন্বয় করে উপস্থাপন করেছেন তিনি।