দুটি শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার

ফাইল ছবি: এএফপি

ইউক্রেনের পূর্বাঞ্চলে দুটি শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার দাবি করেছে রুশ বাহিনী। এদিকে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা দ্রুত সামরিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে, যাতে ইউক্রেনের বাহিনী পাল্টা আঘাত হানতে পারে।

গত ডিসেম্বরে রাশিয়া ব্যাপক সেনা সমাবেশের ঘোষণা দেয়। এরপর থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করে। বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলেও ব্যাপক হামলা শুরু করেছে তারা। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার বর্ষপূর্তি। সেদিন ইউক্রেনে ব্যাপক হামলার আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না ম্যালিয়ার বলেন, ‘শত্রুরা ইউক্রেনের পূর্বাঞ্চলে সব সময় হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সেনারা শত্রুদের লক্ষ্য অর্জন করতে দেবে না।’

অবশ্য এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, লুহানস্ক থেকে পিছু হটেছেন ইউক্রেনের সেনারা। তবে এ নিয়ে তারা বিস্তারিত কিছু বলেনি।

ইউক্রেনের পূর্বাঞ্চলে লুহানস্ক ও দোনেৎস্ক মিলে দনবাস এলাকা গঠিত। এটি মূলত ইউক্রেনের শিল্প এলাকা। এর আংশিক এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। এর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে তারা।

এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাজধানী কিয়েভে নজরদারির বেলুন শনাক্ত হয়েছে। গোয়েন্দা বেলুন ওড়ানো এবং তা ভূপাতিত করা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা চলছে। এর মধ্যেই ইউক্রেনে বেলুন পাঠানোর অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেন বলছে, রাজধানী কিয়েভের আকাশে উড়তে থাকা অন্তত ছয়টি বেলুন শনাক্ত করা হয়েছে। পরে এর বেশির ভাগ ভূপাতিত করা হয়েছে।

এক বিবৃতিতে কিয়েভের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বেলুনগুলো সম্ভবত রাশিয়া থেকে ওড়ানো হয়েছিল। বেলুনের সঙ্গে এমন কিছু সরঞ্জাম ছিল, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চিহ্নিত এবং দুর্বল করতে সক্ষম। বিবৃতিতে আরও বলা হয়েছে, বেশির ভাগ বেলুন ভূপাতিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে ধ্বংসাবশেষ পরীক্ষা করেছে। বেলুন শনাক্তের পর গত বুধবার কিয়েভজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাধারণত ক্ষেপণাস্ত্রের আঘাতের ঝুঁকি দেখা গেলে সাইরেন বাজানো হয়।

এর আগে বুধবার সকালে ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট অভিযোগ করেছিলেন, তাঁর দেশের বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা দুর্বল করতে গোয়েন্দা বেলুন উড়িয়েছে মস্কো।

ইউক্রেনের পাশাপাশি গত মঙ্গলবার প্রতিবেশী দেশ মলদোভার আকাশেও এমন বেলুন উড়তে দেখা গেছে। এর জেরে দেশটি তাদের আকাশসীমায় উড়োজাহাজ চলাচল কিছু সময়ের জন্য বন্ধ করতে বাধ্য হয়েছিল। ধারণা করা হচ্ছে, এটা আবহাওয়ার তথ্য সংগ্রহের জন্য রাশিয়া থেকে ওড়ানো হয়েছিল।