পুতিনবিরোধী কারা-মুরজাকে সাইবেরিয়ার কারাগারে একা রাখা হলো
রুশ অধিকারকর্মী ও পুতিনবিরোধী হিসেবে পরিচিত ভ্লাদিমির কারা–মুরজাকে সাইবেরিয়ার সবচেয়ে নিরাপত্তাবেষ্টিত কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। এত দিন তিনি রাজধানী মস্কোর একটি কারাগারে বন্দী ছিলেন।
সাইবেরিয়ার ওমস্ক পেনাল কলোনির আইকে–৬–এর একটি নির্জন ও ছোট্ট সেলে ভ্লাদিমির কারা–মুরজাকে সম্পূর্ণ একা রাখা হয়েছে বলে জানান তাঁর আইনজীবী ভাদিম প্রোখোরভ। ফেসবুক পোস্টে তিনি লিখেন, গত সপ্তাহে তাঁর মক্কেলকে ওমস্কের কড়া নিরাপত্তার আইকে–৬ সেলে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে নির্জন একটি সেলে সম্পূর্ণ একা রাখা হয়েছে।
ভাদিম প্রোখোরভ আরও লিখেন, ওমস্কের নির্জন পরিবেশ ৪২ বছর বয়সী কারা–মুরজার স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী কারা-মুরজার বিরুদ্ধে রুশ সেনাবাহিনী ও ইউক্রেন যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। এসব অভিযোগে গত এপ্রিলে তাঁকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে এটাই কোনো পুতিনবিরোধীকে সর্বোচ্চ সাজা দেওয়ার ঘটনা।
এর আগে ২০১৫ সালের পর কারা–মুরজার ওপর দুবার বিষপ্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এর পেছনে ক্রেমলিন জড়িত বলে সন্দেহ করেন কারা–মুরজা নিজেও।
কারা–মুরজার আইনজীবী ও পরিবারের সদস্যদের অভিযোগ, জেলবন্দী কারা–মুরজা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। কারাবন্দী জীবনে তিনি পলিনিউরোপ্যাথিতে ভুগছেন। এটা স্নায়ুতন্ত্রের এক ধরনের রোগ।
সাইবেরিয়ার ওমস্ক শহরটি রাজধানী মস্কো থেকে প্রায় ২ হাজার ৭০০ কিলোমিটার বা ১ হাজার ৬৭০ মাইল পূর্বে। রুশ আইন অনুযায়ী, বন্দীদের এক জায়গা থেকে অন্যত্র রেলপথে আনা–নেওয়া করা হয়।
যাত্রার বিষয়টি গোপন রাখা হয়। কিছুদিন ধরে কারা–মুরজার হদিশ পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, ওই সময়ে তাঁকে মস্কো থেকে সরিয়ে ওমস্কের কারাগারে নেওয়া হয়েছে।