রাস্তা থেকে সরাতে গরুকে ধাক্কা, তারপর...

প্রতীকী ছবি

আবাসিক এলাকায় রাস্তার মাঝখানে চলে এসেছিল একটি গরু। সেটিকে সরাতে এগিয়ে আসে পুলিশ। কিন্তু গরুটিকে পথের মাঝখান থেকে সরাতে গাড়ি বেছে নেন পুলিশের এক সদস্য। দুবার গরুটিকে নিজের গাড়ি দিয়ে ধাক্কা দেন তিনি। এ জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ওই পুলিশ সদস্যকে।

বিচিত্র এ ঘটনা যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের একটি ছোট শহরে গত শুক্রবার সন্ধ্যায় ঘটেছে। গত রোববার এক বিবৃতিতে সুরি পুলিশ তাদের ওই সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, ঘটনার সময় টহলে ছিলেন অভিযুক্ত পুলিশ সদস্য (তাঁর নাম জানানো হয়নি)। ভিডিও ফুটেজে দেখা গেছে, তিনি মাঝরাস্তা থেকে গরুটিকে সরাতে গাড়ি দিয়ে দুবার গরুর শরীরে আঘাত করেন। এ ফুটেজ ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। আঘাতের জেরে গরুটির মাথা আর শরীরের ওপরের অংশ পুলিশের গাড়ির নিচে আটকে যায়।

সুরি পুলিশের উপপ্রধান কনস্টেবল নেভ কেম্প সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার মতে, আমাদের (পুলিশের) পক্ষ থেকে ঘটনাটি ঠিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়নি। এখন এই ঘটনা নিষ্ঠার সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা হবে।’

ঘটনাটি যুক্তরাজ্য সরকারের সর্বোচ্চ মহলেও আলোচিত হয়েছে। এক এক্স বার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, ‘আমার মনে হয়, এমনটা করার কোনো দরকার ছিল না। আমি এর জরুরি ও পূর্ণাঙ্গ ব্যাখ্যা চেয়েছি।’

তবে এর আগেই পুলিশ জানিয়েছে, কয়েকবার চেষ্টা করেও গরুটিকে পথের মাঝখান থেকে সরানো যায়নি। এরপরই জননিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ওই পুলিশ সদস্য গাড়ি ব্যবহার করে গরুটিকে সরানোর চেষ্টা করেছিলেন।