রাজা তৃতীয় চার্লসের অভিষেক আজ, যা হচ্ছে যুক্তরাজ্যে

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার অভিষেকে প্রায় ১০০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত থাকবেন।

রাজা তৃতীয় চার্লস
ফাইল ছবি: রয়টার্স

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হচ্ছে আজ শনিবার। একই সঙ্গে কুইন কনসর্ট হিসেবে অভিষেক হচ্ছে তাঁর স্ত্রী ক্যামিলারও। ধর্মীয় আনুষ্ঠানিকতা ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মিশেলে এই রাজ্যাভিষেক উদ্‌যাপনে প্রস্তুত যুক্তরাজ্য ও দেশটির বাইরের লাখো মানুষ।

লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার অভিষেক হতে যাচ্ছে। ১০৬৬ সালের পর ৪০তম সিংহাসন আরোহী হিসেবে অভিষেক হতে যাচ্ছে রাজা চার্লসের। জাঁকজমকপূর্ণ ও আনুষ্ঠানিকতার এই দিনে এক হাজার বছরের বেশি সময় আগে শুরু হওয়া রীতির ছাপ থাকবে।

আনুষ্ঠানিক উদ্‌যাপন শুরু হবে স্থানীয় সময় সকাল ছয়টায় বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শোভাযাত্রার মধ্য দিয়ে। সামরিক বাহিনীর ২০০ জনের মতো সদস্য শোভাযাত্রায় অংশ নেবেন, যাঁদের অধিকাংশই ‘সভারিন এসকর্ট অব দ্য হাউসহোল্ড ক্যাভালরি’র সদস্য। এ ছাড়া শোভাযাত্রায় আরও এক হাজারের মতো সেনাসদস্য অংশ নেবেন। 

রাজ্যাভিষেক অনুষ্ঠান ঘিরে কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে নিরাপত্তা বাহিনী। এতে প্রায় ১০০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা উপস্থিত থাকবেন। তাঁদের অনেকেই ইতিমধ্যে লন্ডনে পৌঁছেছেন। পাশাপাশি থাকছেন বিপুলসংখ্যক দর্শনার্থী। গতকাল থেকেই অভিষেক ঘিরে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে। অনেকেই শুভেচ্ছা জানাতে আসেন রাজাকে। রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা গতকাল বাকিংহাম প্যালেসের বাইরে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

ঐতিহাসিক সেইন্ট এডওয়ার্ড মুকুট
এএফপি

তবে রাজার অভিষেক ঘিরে সবার মধ্যে উৎসাহ নেই। দ্য গার্ডিয়ান জানিয়েছে, রাজা তৃতীয় চার্লসের অভিষেক ঘিরে রাজতন্ত্রবিরোধীরা লন্ডনের ট্রাফালগার স্কয়ার ও শোভাযাত্রার পথের পাশে বিক্ষোভের ডাক দিয়েছেন। বিক্ষোভ ঘিরে নতুন আইন সত্ত্বেও আজ বিক্ষোভ প্রদর্শনের বিষয়ে তাঁরা অনড় রয়েছেন।

অ্যাকটিভিস্ট গ্রুপ ‘রিপাবলিক’ রাজার অভিষেক অনুষ্ঠান থেকে অল্প দূরে একটি বিক্ষোভের পরিকল্পনা করেছে। তারা বলেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা চিঠি পেয়েছে। ওই চিঠিতে গণবিক্ষোভ মোকাবিলায় পুলিশকে দেওয়া নতুন ক্ষমতা সম্পর্কে তাদের সতর্ক করা হয়েছে। অন্যদিকে, স্কটল্যান্ড ইয়ার্ড বলেছে, এ দিনের বিক্ষোভের বিষয়ে তারা কম সহনশীলতা দেখাবে।

রিপাবলিক গ্রুপের প্রধান নির্বাহী গ্রাহাম স্মিথ বলেন, ‘রিপাবলিককে দমিয়ে রাখা যাবে না এবং আমরা শনিবার ট্রাফালগার স্কয়ারে এবং রাজ্যাভিষেক শোভাযাত্রার পথের পাশে বিক্ষোভ করব।’

ঐতিহাসিক রাজ্যাভিষেক মুকুট

রাজ্যাভিষেকের কয়েক শতকের প্রথা মেনে এ অনুষ্ঠানে রাজা চার্লস পরবেন ঐতিহাসিক সেইন্ট এডওয়ার্ড মুকুট। ২২ ক্যারেটের নিখাদ সোনায় তৈরি ৩৬০ বছরের পুরোনো এই মুকুট প্রায় ১ ফুট লম্বা। মুকুটটির ওজন প্রায় ২ কেজি ২৩ গ্রাম। এই মুকুটে খচিত আছে নীলকান্তমণি, রুবিসহ হালকা নীল ও নীলাভ সবুজ ব্যয়বহুল ৪৪৪টি মণি ও রত্নপাথর।