ডুবে যাওয়া রুশ জাহাজ থেকে বিপৎসংকেত পাঠানো হয়েছিল

রাশিয়ার পণ্যবাহী জাহাজ উরসা মেজরছবি: ভিডিও থেকে নেওয়া

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া রুশ জাহাজ উরসা মেজর থেকে গত সোমবার বিপৎসংকেত পেয়েছিল স্পেনের কর্তৃপক্ষ।

স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী পরিষেবা এই তথ্য জানিয়ে বলেছে, রুশ জাহাজটি আলমেরিয়ার উপকূল থেকে ৫৭ মাইল দূরে ছিল।

ডুবে যাওয়ার আগে জাহাজটির ইঞ্জিন রুমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় জাহাজের দুজন ক্রু নিখোঁজ রয়েছেন বলে গতকাল মঙ্গলবার জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাহাজটি ২০০৯ সালে তৈরি। এর মালিকানা রুশ প্রতিষ্ঠান ওবোরনলোজিস্টিকার হাতে। প্রতিষ্ঠানটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক নির্মাণকাজে যুক্ত। জাহাজটি রাশিয়ার পূর্বাঞ্চলের ভ্লাদিভস্তক বন্দরের উদ্দেশে দুটি বৃহদাকারের ক্রেন নিয়ে যাত্রা করেছিল।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটিতে ১৬ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে স্পেনে নেওয়া হয়েছে। বাকি দুজন নিখোঁজ রয়েছেন। তবে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণের কারণ জানানো হয়নি।

স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী পরিষেবা জানিয়েছে, তারা ঘটনাস্থলের দুটি নৌযান ও একটি হেলিকপ্টার পাঠায়। পরে ১৪ জন ক্রুকে উদ্ধার করে স্পেনের কার্তাজেনা বন্দরে আনা হয়।

রাশিয়ার একটি যুদ্ধজাহাজ পরে ঘটনাস্থলে পৌঁছায়। তারা উদ্ধার অভিযানের দায়িত্ব বুঝে নেয়।