ইউক্রেনের হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি রাশিয়ার
রাশিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা ও একজন রাশিয়াপন্থী যুদ্ধ ব্লগারকে হত্যা করতে চেয়েছিল ইউক্রেন। তবে রাশিয়া সেই চেষ্টা নস্যাৎ করে দিয়েছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এমন দাবি করেছে। তারা বলেছে, বহনযোগ্য মিউজিক স্পিকারের ভেতরে বোমা লুকিয়ে রেখে দুজনকে হত্যার পরিকল্পনা করেছিল ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনী।
এফএসবির দাবি, বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে একজন রুশ নাগরিক ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। ইউক্রেনের ওই কর্মকর্তার দিকনির্দেশনার তথ্য জানতে পেরে মস্কোর একটি গোপন স্থানে অভিযান চালিয়ে একটি বোমা উদ্ধার করা হয়। গোলাকার আকারের বোমাটির ওজন প্রায় দেড় কেজি। একটি বহনযোগ্য মিউজিক স্পিকারের ভেতরে সেটি লুকিয়ে রাখা হয়েছিল।
তবে কোন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্লগারকে টার্গেট করা হয়েছিল, এফএসবি তাঁদের নাম-পরিচয় প্রকাশ করেনি। অপর দিকে এ বিষয়ে মন্তব্যের জন্য ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযাগের চেষ্টা করা হলেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।
ইউক্রেন বলছে, তাদের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ইউক্রেনের রাজ্যগুলোর অস্তিত্বের জন্য হুমকি তৈরি করেছে। এটা স্পষ্ট, মনোবল দুর্বল করতে এবং যুদ্ধাপরাধের জন্য কিয়েভ যাদের দোষী সাব্যস্ত করে, তাদের লক্ষ্য করে হত্যা করা হচ্ছে। রাশিয়া বলেছে, তারা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডকে’ অবৈধ বলে মনে করে।