রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত যা জানা গেল
রাশিয়ার মস্কোর কাছে ‘এমব্রায়ের লিগ্যাসি’ নামের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যার এ ঘটনায় ইতিমধ্যে আরোহীদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত যা জানা গেল:
রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত ওই উড়োজাহাজে ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন ছিলেন।
ওই ভ্রমণের ঘোষিত যাত্রীতালিকায় প্রিগোশিনের নাম ছিল। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ভাগনার কমান্ডার দিমিত্রি উতকিনও ওই উড়োজাহাজে ছিলেন।
রাশিয়ার জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কুঝেঙ্কিনো গ্রামের কাছে ব্যক্তিগত উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এর আরোহীদের সবাই নিহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ছোট উড়োজাহাজটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাচ্ছিল। এতে ৩ জন ক্রুসহ মোট ১০ জন আরোহী ছিলেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজটি যে জায়গায় আছড়ে পড়েছিল, সেখান থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
জুনে ক্ষণস্থায়ী এক বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার পর অনেকটা আড়ালে চলে যান প্রিগোশিন। ওই বিদ্রোহ মাত্র ২৪ ঘণ্টা টিকেছিল।
চলতি সপ্তাহের শুরুর দিকে সবশেষ প্রিগোশিনকে একটি ভিডিওতে দেখা যায়। আফ্রিকার অজ্ঞাত কোনো জায়গায় ভিডিওটি ধারণ করা হয় বলে মনে করা হচ্ছে।
ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী ভাগনার গ্রুপ ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। জুনের ওই বিদ্রোহের আগপর্যন্ত রাশিয়া–ইউক্রেন যুদ্ধে ভাগনারের ব্যাপক অংশগ্রহণ ছিল।