জার্মানিতে দ্বৈত নাগরিকত্ব সহজ হচ্ছে
জার্মানিতে অভিবাসীদের দ্বৈত নাগরিকত্ব পাওয়ার সুযোগ সহজ হচ্ছে।
জার্মান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ-সংক্রান্ত নতুন নাগরিকত্ব আইনের খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার প্রস্তাবিত এই আইনে দ্বৈত নাগরিকত্বসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়—এমন দেশের নাগরিকদের জার্মান নাগরিকত্ব পাওয়া সহজ হবে।
জার্মানিতে এই ব্যবস্থা অনেক আগেই চালু করা উচিত ছিল বলে মত ভুক্তভোগী ব্যক্তিদের।
জার্মানিতে ২০২১ সালে জোট সরকার গঠনের পরই নাগরিকত্ব আইন পরিবর্তনের উদ্যোগ নেয়।
সামাজিক গণতন্ত্রীদের নেতৃত্বাধীন জোট সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, আরও দক্ষ কর্মী জার্মানিতে এনে দেশটির কর্মীসংকট কাটানো।
খসড়া অনুযায়ী, নতুন ব্যবস্থায় জার্মানিতে বৈধভাবে বসবাসরত অভিবাসীরা পাঁচ বছর থাকার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে তা আট বছর।
এ ছাড়া জার্মানিতে জন্ম নেওয়া কোনো শিশুর মা–বাবার অন্তত একজন যদি পাঁচ বছর বা তার বেশি সময় ধরে দেশটিতে বৈধভাবে বসবাস করেন, তাহলে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে জার্মান নাগরিকত্বের জন্য বিবেচিত হবে।
জার্মানির বর্তমান বিরোধী দল মধ্য-ডানপন্থী সিডিইউ অতীতে ক্ষমতায় থাকাকালে এ ধরনের প্রস্তাব বারবার বাতিল করে দিয়েছে।
জার্মানিতে বর্তমানে বিশেষ ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। তবে তা বেশ সীমিত। তা ছাড়া এ নিয়ম সবার জন্য প্রযোজ্য নয়। নতুন আইন দ্বৈত নাগরিকত্বকে আরও সহজ করবে।