মাঝ আকাশে উড়োজাহাজে তীব্র ঝাঁকুনি, ১২ জন আহত
মাঝ আকাশে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে তীব্র ঝাঁকুনিতে ১২ জন আহত হয়েছেন। যাত্রীবাহী উড়োজাহাজটি কাতারের রাজধানী দোহা থেকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যাচ্ছিল।
আজ রোববার স্থানীয় সময় বেলা একটার দিকে ডাবলিনে উড়োজাহাজটি অবতরণ করলে জরুরি সেবা বিভাগের কর্মী, বিমানবন্দরের পুলিশ এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারীরা আহত ব্যক্তিদের উদ্ধার করেন।
ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, তুরস্কের আকাশসীমায় উড়োজাহাজটিতে তীব্র ঝাঁকুনির ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন যাত্রী, ছয়জন ক্রু সদস্য।
উড়োজাহাজটি জরুরি অবতরণের পর আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসাসেবা দেওয়া হয়। ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।
কয়েক দিন আগে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজেও এমন তীব্র ঝাঁকুনির ঘটনা ঘটলে ব্যাংককে অবতরণ করে। এ ঘটনায় এক যাত্রী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। আহত হন ১০৪ জন।