প্রধানমন্ত্রী সুনাকের প্রথম দিন

আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ঋষি সুনাক। দেশটির ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতাদের সমর্থনে মঙ্গলবার প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণ করেন তিনি। সুনাক যুক্তরাজ্যের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী। মাত্র দুই মাস আগে ট্রাসের কাছে হেরে যান সুনাক। ছয় সপ্তাহ ধরে নানা আলোচনা ও সমালোচনার পর লিজ ট্রাস গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। এরপর সুনাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১ / ১০
ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নতুন নেতা অর্থাৎ নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে (মাঝখানে ডানে) অভিনন্দন জানাতে কনজারভেটিভ পার্টির সদরদপ্তরে এসেছেন দলটির এমপিরা। সেন্ট্রাল লন্ডন, যুক্তরাজ্য, ২৪ অক্টোবর
ছবি: এএফপি
২ / ১০
বিদায়ী ভাষণ দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে বের হচ্ছেন লিজ ট্রাস। এরপর বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র দেন তিনি। লন্ডন, যুক্তরাজ্য। ২৫ অক্টোবর
ছবি: এএফপি
৩ / ১০
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র দিতে বাকিংহাম প্যালেসে বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস। লন্ডন, যুক্তরাজ্য, ২৫ অক্টোবর
ছবি: এএফপি
৪ / ১০
বাকিংহাম প্যালেসে কনজারভেটিভ পার্টির নতুন নেতা ঋষি সুনাককে স্বাগত জানাচ্ছেন রাজা তৃতীয় চার্লস। লন্ডন, যুক্তরাজ্য। ২৫ অক্টোবর
ছবি: এএফপি
৫ / ১০
সরকার গঠনের জন্য রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া ঋষি সুনাককে বাকিংহাম প্যালেসে স্বাগত জানানো হয়। ২৫ অক্টোবর
ছবি: এএফপি
৬ / ১০
১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে হাত নাড়ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেন্ট্রাল লন্ডন, যুক্তরাজ্য। ২৫ অক্টোবর
ছবি: এএফপি
৭ / ১০
আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ডাউনিং স্ট্রিটের সামনে ভাষণ দিতে যাচ্ছেন ঋষি সুনাক। সেন্ট্রাল লন্ডন, যুক্তরাজ্য, ২৫ অক্টোবর
ছবি: এএফপি
৮ / ১০
ডাউনিং স্ট্রিটে আগত ব্যক্তিদের উদ্দেশে হাত নাড়ছেন নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেন্ট্রাল লন্ডন, যুক্তরাজ্য। ২৫ অক্টোবর
ছবি: এএফপি
৯ / ১০
ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রথম ভাষণ। মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। সেন্ট্রাল লন্ডন, যুক্তরাজ্য। ২৫ অক্টোবর
ছবি: এএফপি
১০ / ১০
ভাষণ শেষে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভ্যর্থনা জানাচ্ছেন কেবিনেট সেক্রেটারি (ডানে) সিমন কেজ। সেন্ট্রাল লন্ডন, যুক্তরাজ্য ২৫ অক্টোবর
ছবি: এএফপি