কাঠ দিয়ে বানালেন আইফেল টাওয়ার
পশ্চিম ফ্রান্সের দুই বন্ধু মিলে ১৬ মিটার (৫২ ফুট) উচ্চতার আইফেল টাওয়ারের একটি রেপ্লিকা তৈরি করেছেন। এ কাজে তাঁরা ব্যবহার করেছেন পুনর্ব্যবহারযোগ্য কাঠ। ওই দুই বন্ধুর আশা, তাঁদের এই কাঠের তৈরি আইফেল টাওয়ারের মডেলটি চলতি বছরের গ্রীষ্মে অলিম্পিকে প্রদর্শন করতে পারবেন।
কাঠের আইফেল টাওয়ার তৈরিতে কাজ করেছেন ৩৮ বছর বয়সী কাঠমিস্ত্রি ফ্রেডেরিক মালমেজ্যাক ও তাঁর বন্ধু ৪৬ বছর বয়সী সিলভেইন বাউচার্ড। তাঁদের দাবি, যেসব কাঠ ব্যবহারের পর ফেলে দেওয়া হয়, সেগুলো কাজে লাগিয়ে তাঁরা সুদৃশ্য এই আইফেল টাওয়ারের মডেল তৈরি করেছেন।
মালমেজ্যাক বলেন, তাঁদের এই প্রকল্প হাতে নেওয়ার উদ্দেশ্য ছিল যতটা সম্ভব পুনর্ব্যবহারযোগ্য কাঠ ব্যবহার করা। তাঁরা দেখাতে চেয়েছেন, যেসব জিনিস ফেলে দেওয়া হয়, সেগুলো ব্যবহার করেও দারুণ কিছু তৈরি করা যায়।
কাঠমিস্ত্রি মালমেজ্যাক আরও বলেন, তাঁর বন্ধুর সঙ্গে মিলে ৮২৫ টুকরা কাঠ ব্যবহার করে তাঁরা আইফেল টাওয়ারের এই মডেল তৈরি করেন। গত বছরের সেপ্টেম্বরে এই প্রকল্পের কাজ শুরু করেন তাঁরা। যেখানে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে, ওই এলাকায় ছোট এই আইফেল টাওয়ারের মডেলটি প্রদর্শনের অনুমোদন পাবেন বলে আশাবাদী তাঁরা।