অগ্নিকাণ্ডের পাঁচ বছর পর আবার চালু হচ্ছে প্যারিসের নটর ডেম ক্যাথেড্রাল

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রালফাইল ছবি: রয়টার্স

অগ্নিকাণ্ডে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাঁচ বছর পর আজ শনিবার আনুষ্ঠানিকভাবে আবার চালু হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রাল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন বিশ্বনেতা।

২০১৯ সালের ১৫ এপ্রিল বিকেলে নটর ডেম ক্যাথেড্রালে আগুন লাগে। এ ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্যাথেড্রালের ছাদ। ধসে পড়ে এটির চূড়া। দেশের অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেও দ্রুত এটি সংস্কারের মাধ্যমে পুনরুদ্ধার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

তবে ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতার কারণে নটর ডেম ক্যাথেড্রালের মতো একটি জনপ্রিয় স্থাপনা পুনরুদ্ধারে জাতীয় কৃতিত্বের অনুভূতি অনেকটাই ম্লান হয়ে গেছে। রাজনৈতিক সংকটে ফ্রান্সে এখনো শক্তিশালী কোনো সরকারব্যবস্থা নেই। এ ছাড়া বড় রকমের বাজেট–ঘাটতিতে আছে দেশটি।

গত বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে মাখোঁ বলেছেন, ‘নটর ডেম ক্যাথেড্রাল আবার চালু হওয়ায় প্রমাণিত হয় যে আমরা জানি, কীভাবে এলাহি কাণ্ড করতে হয়। আমরা জানি, কীভাবে অসম্ভবকে সম্ভব করতে হয়।’ নটর ডেম ক্যাথেড্রাল পুনরুদ্ধার ও অলিম্পিক আয়োজনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘পুরো বিশ্ব এ বছর এ দুই কাজের জন্য আমাদের প্রশংসা করেছে।’

নটর ডেম ক্যাথেড্রাল চালু করা উপলক্ষে গত সপ্তাহে মাখোঁ এটির ভেতর পরিদর্শন করেন। সে সময় একটি টেলিভিশনের ক্যামেরায় ক্যাথেড্রালের নতুন চুনাপাথরের দেয়াল, আসবাবপত্র ও ফ্রান্সের সেরা বন থেকে নির্বাচিত প্রাচীন ওকগাছের কাঠ দিয়ে নির্মিত ছাদের দৃশ্য প্রকাশ করা হয়।

ক্যাথেড্রালটি সংস্কারে প্রায় ৭০ কোটি ইউরো (৮ হাজার ৮৫৬ কোটি টাকা) খরচ হয়েছে। বিভিন্ন অনুদানের অর্থে এ কাজ বাস্তবায়ন করা হয়। ক্যাথেড্রাল আবার চালু করতে কয়েক দশক লেগে যেতে পারে বলে আশঙ্কা করা হলেও, তা পাঁচ বছরেই করা সম্ভব হয়েছে।

নটর ডেম ক্যাথেড্রালের উদ্বোধনী অনুষ্ঠানে জনসাধারণের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্ত্রী জিল বাইডেনকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আরও থাকবেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।

দ্বাদশ শতাব্দীতে নির্মিত এ ক্যাথেড্রালের কথা ভিক্টর হুগোর বিখ্যাত উপন্যাস ‘দ্য হাঞ্চব্যাক অব নটর ডেম’–এ উল্লেখ করা আছে। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, এটি ফ্রান্সের সবচেয়ে পর্যটকপ্রিয় স্থাপত্য। প্রতিদিন ৩০ হাজারের বেশি পর্যটক এ স্থাপত্য দেখতে আসেন।

আরও পড়ুন