ইউক্রেনের শেষ বড় যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি রাশিয়ার
ইউক্রেনীয় নৌবাহিনীর শেষ বড় যুদ্ধজাহাজটি ধ্বংসের দাবি করেছে রাশিয়া।
গতকাল বুধবার রাশিয়া এমন দাবি করে। রাশিয়ার ভাষ্য, যুদ্ধজাহাজটি ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসায় অবস্থান করছিল।
গতকাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, ইউক্রেনের যে যুদ্ধজাহাজটি ধ্বংস করা হয়েছে, সেটির নাম ‘ইউরি ওলেফিরেঙ্কো’।
রাশিয়ার ভাষ্য, গত ২৯ মে ওডেসা বন্দরে জাহাজ নোঙর করার স্থানে থাকা ইউক্রেনীয় নৌবাহিনীর শেষ যুদ্ধজাহাজটি (ইউরি ওলেফিরেঙ্কো) নিশানা করে হামলা চালায় রুশ বিমানবাহিনী। অতি সূক্ষ্ম এই হামলায় ইউক্রেনীয় যুদ্ধজাহাজটি ধ্বংস হয়ে গেছে।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণসাগর–তীরবর্তী ওডেসা বন্দরে ইউক্রেনীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধ্বংসের বিষয়ে মস্কো যে দাবি করেছে, তা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।
মাঝারি আকারের যুদ্ধজাহাজটি ধ্বংসের বিষয়ে মস্কোর দাবির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন।