ইউক্রেন অবশ্যই রাশিয়ার অংশ, দাবি মেদভেদেভের
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনকে রাশিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছেন। ইউক্রেনের বর্তমান সরকারের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তিনি।
গতকাল সোমবার দক্ষিণাঞ্চলীয় সোচি শহরে তরুণদের এক উৎসবে দেওয়া বক্তব্যে মেদভেদেভ এসব কথা বলেন।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ মনে করেন, রাশিয়ার এসব ঐতিহাসিক অংশগুলোকে আবারও রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়া উচিত। তিনি বলেন, ‘ইউক্রেনের সাবেক নেতাদের একজন কোনো এক প্রসঙ্গে বলেছেন যে ইউক্রেন রাশিয়ার অংশ নয়। এ ধারণাটি চিরতরে মুছে ফেলা প্রয়োজন। ইউক্রেন অবশ্যই রাশিয়ার অংশ।’
অপর পক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ চলবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
মেদভেদেভ যখন কথাগুলো বলছিলেন, তখন অনুষ্ঠানে অনেক করতালির শব্দ শোনা যাচ্ছিল।
সাবেক এ রুশ প্রেসিডেন্ট মনে করেন, ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকারের সঙ্গে তাঁর দেশের শান্তি আলোচনা সম্ভব নয়। ইউক্রেনের পরবর্তী কোনো সরকার যদি রাশিয়ার সঙ্গে আলোচনা করতে চায়, তবে তাদের পরিস্থিতির নতুন বাস্তবতাকে মেনে নিতে হবে।
এর আগে রোববার মেদভেদেভ অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনে যুদ্ধে অংশ নিচ্ছে। রুশ সামাজিক যোগাযোগমাধ্যমে জার্মান সামরিক কর্মকর্তাদের কথোপকথনের একটি অডিও ফাঁস হওয়ার পর তিনি এ কথা বলেন। ইউক্রেনে জার্মানির তৈরি একটি ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রভাব নিয়ে ওই কর্মকর্তারা আলোচনা করছিলেন।
ওই অডিওতে কার্চ সেতুর মতো জায়গাগুলোকে লক্ষ্যবস্তু করার ব্যাপারেও কথা বলতে শোনা গেছে। এ সেতুটি রাশিয়ার মূল খণ্ডের সঙ্গে ক্রিমিয়াকে যুক্ত করেছে। ২০১৪ সালে ক্রিমিয়াকে নিজেদের সঙ্গে যুক্ত করে নেয় রাশিয়া।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এখন পর্যন্ত ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠাতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। তাঁর আশঙ্কা, ক্ষেপণাস্ত্র পাঠালে সংঘাতের তীব্রতা বেড়ে যাবে।
রোববার এক টেলিগ্রাম পোস্টে মেদভেদেভ জার্মান সামরিক বাহিনীর সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, দেশটি রাশিয়ায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।