প্যারিসের কাছে এক বাসায় পাঁচজনের মরদেহ
বড়দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে একটি অ্যাপার্টমেন্ট থেকে এক নারী ও তাঁর চার সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্যারিসের কেন্দ্র থেকে ৪০ কিলোমিটার দূরের শহর মৌতে এই ঘটনা ঘটেছে।
ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাতভর অভিযানের পর আজ মঙ্গলবার সকালে পুলিশ ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করেছে।
কর্তৃপক্ষের কাছে ৩৩ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে গৃহনির্যাতন ও মানসিক সমস্যার তথ্য ছিল।
তদন্তকারীরা জানিয়েছেন, গতকাল সোমবার রাত নয়টার দিকে প্রতিবেশীদের কাছ থেকে তাঁরা বার্তা পান। অ্যাপার্টমেন্টে দরজার নিচ দিয়ে রক্ত দেখে ভেতরে কারও সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন তাঁরা।
পরে দরজা ভেঙে পুলিশ অ্যাপার্টমেন্টের ভেতরে প্রবেশের পর ভয়াবহ দৃশ্য দেখতে পান। উদ্ধার করা হয় হাইতিয়ান বংশোদ্ভূত মা, তাঁর দুই মেয়ে ও দুই ছেলের লাশ।
তদন্তকারীরা জানিয়েছেন, তিন নারী সদস্যকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। তবে দুই ছেলের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাদের শ্বাসরোধে বা পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।