ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে, বলছে রাশিয়া

রাশিয়ার আক্রমণের পর রিভনি এলাকায় আগুন নেভানোর কাজে ব্যস্ত অগ্নিনির্বাপণকর্মীরাছবি: রয়টার্স

ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে, রাশিয়ার এমন দাবি নাকচ করে এর নিন্দা জানিয়েছে কিয়েভ। ইউক্রেন বলছে, এটি অপ্রমাণিত দাবি। আসলে রাশিয়া নিজেই এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের পশ্চিমা মিত্ররাও রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করেছে।

‘ডার্টি বোমা’ হলো ‘রেডিয়োলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস’ (আরডিডি)। এগুলো আসলে সাধারণ বোমা। কিন্তু এর বিস্ফোরকের সঙ্গে মেশানো থাকে তেজস্ক্রিয় পদার্থ। ফলে মানুষের দেহে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা থাকে। এ বোমা ব্যবহারে সামগ্রিকভাবে দূষিত হয়ে ওঠে পরিবেশ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এমন দাবির মানেই হলো রাশিয়া নিজেই এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু যুক্তরাজ্য প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে ফোনে কথা বলার সময় ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ডার্টি বোমা ব্যবহারে কিয়েভের সম্ভাব্য উসকানি সম্পর্কে আমরা উদ্বিগ্ন।’

গতকাল রোববার শোইগু মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি এ যুদ্ধে ‘ডার্টি বোমা’ কিয়েভ ব্যবহার করতে পারে বলে মস্কোর শঙ্কার কথা প্রকাশ করেন। তবে তিনি রাশিয়ার এমন দাবির সমর্থনে কোনো প্রমাণ দেননি।

ইউক্রেন সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চায়। আর রাশিয়া বলে আসছে প্রতিবেশী ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে নিজেদের নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। এ নিয়ে নানা চাপান–উতোরের মধ্যে এ বছরের ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। আট মাস ধরে এ যুদ্ধ চলছে।