হামবুর্গে গির্জায় বন্দুক হামলায় নিহত বেড়ে ৭, সতর্কতা জারি
জার্মানির উত্তরাঞ্চলের হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। হামবুর্গ পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা না হলেও স্থানীয় সংবাদমাধ্যমগুলো নিহত মানুষের এই সংখ্যা জানিয়েছে। তবে জার্মান পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে হামলাকারীও রয়েছেন। ওই এলাকাকে ‘চরম বিপজ্জনক’ ঘোষণা করে স্থানীয় বাসিন্দাদের চলাচলে সতর্ক করা হয়েছে।
হামবুর্গ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার হামবুর্গ শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামক সড়কে অবস্থিত জাহোভা উইটনেস সেন্টারে বন্দুক হামলার এ ঘটনা ঘটে।
এ হামলার ঘটনায় আরও অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে পুলিশ। এর মধ্যে কাউকে অ্যাম্বুলেন্সেও নিয়ে যাওয়া হয়েছে।
হামলার পর গির্জার চারপাশ ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। জোরদার করা হয় নিরাপত্তা। ওই এলাকাকে ‘চরম বিপজ্জনক’ ঘোষণা করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকতে এবং ওই এলাকায় চলাচল এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।