তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৫

গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছেন তুরস্কের সরকারি কর্মকর্তারাছবি: ডয়চে ভেলে

তুরস্কের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫৭ জন। গতকাল রোববার উপকূলীয় শহর ইজমিরে এ ঘটনা ঘটে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন পোস্টে জানিয়েছেন, বিস্ফোরণে একটি বাড়ি আংশিকভাবে ভেঙে পড়েছে। এতে ব্যাপক হতাহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছেন তুরস্কের সরকারি কর্মকর্তারা। এ সময় ওই বাড়ির সামনে থাকা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এলাকার মানুষকে দ্রুত নিরাপদ জায়গায় চলে যেতে বলা হয়।

বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিহত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শনিবার গ্যাসের ট্যাংক বদলে নতুন ট্যাংক লাগিয়েছিলেন।