জার্মানিতে কবি দাউদ হায়দারের অবস্থা সংকটজনক
জার্মানির বার্লিনে বসবাসরত বাংলাদেশি কবি দাউদ হায়দারের শারীরিক অবস্থা সংকটজনক। ১২ ডিসেম্বর থেকে তিনি বার্লিনের একটি হাসপাতালে ‘কৃত্রিম কোমায়’ আছেন।
দাউদ হায়দার বর্তমানে বার্লিনের নয়েকোলন হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালটির চিকিৎসক গুলিউও কাটালডেগিরমেন এই প্রতিবেদককে বলেন, ‘এই মুহূর্তে দাউদ হায়দারের শারীরিক অবস্থা বেশ সংকটজনক।’
নিকট সুহৃদ মাইন চৌধুরী গতকাল সোমবার হাসপাতালে কবিকে দেখতে যান। মাইন চৌধুরী বলেন, চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, দাউদ হায়দারকে ১২ ডিসেম্বর প্রথমে স্থানীয় রাইনিকেডর্ফ হাসপাতালে নেওয়া হয়। পরে নয়েকোলন হাসপাতালে আনা হয়। তিনি সম্ভবত পড়ে গিয়েছিলেন। তাঁর মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে কৃত্রিম কোমায় রাখা হয়েছে।
মারাত্মক দুর্ঘটনা বা কঠিন কোনো অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা নিরাময়প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য রোগীকে অ্যানেসথেসিয়া দিয়ে কৃত্রিম কোমায় রাখেন।
দাউদ হায়দার ৫০ বছর ধরে বিদেশে নির্বাসনে আছেন। তিনি বার্লিনের একটি ফ্ল্যাটে একাকী থাকেন।