উপদেষ্টা পদে সাবেক প্রেমিকাকে নিয়োগ, পদত্যাগ করলেন ইতালির মন্ত্রী
সরকারি কাজে নিজের সাবেক প্রেমিকাকে উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন ইতালির একজন মন্ত্রী। যদিও কাজটি ছিল অবৈতনিক; কিন্তু সমালোচনা পিছু ছাড়েনি। সমালোচনার মুখে অবশেষে শুক্রবার পদত্যাগ করেন ওই মন্ত্রী।
ঘটনাটি ঘটেছে ইতালির সংস্কৃতিমন্ত্রী জেনারো সানগিউলিয়ানোর সঙ্গে। তাঁর বয়স ৬২ বছর। সরকারি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগে সাবেক প্রেমিকা মারিয়া রোসারিয়া বোসিয়াকে অবৈতনিক উপদেষ্টা নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
মারিয়া নিজেই লিংকডইন পোস্টে এ কথা জানানোর পর থেকে তুমুল সমালোচনা ছড়িয়ে পড়ে। গত বুধবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে এক সাক্ষাৎকারে সজল চোখে মারিয়ার সঙ্গে সম্পর্ক এবং তাঁকে অবৈতনিক উপদেষ্টা নিয়োগের কথা স্বীকার করে নেন জেনারো।
এতেও সমালোচনা কমেনি। অবশেষে শুক্রবার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী জেনারো। তবে তিনি বলেছেন, মারিয়ার নিয়োগে কোনো বেআইনি কাজ তিনি করেননি। মন্ত্রী হিসেবেও কোনো নিয়ম ভাঙেননি।
বুধবারের ওই সাক্ষাৎকারে জেনারো জানান, গত মে মাসে মারিয়ার সঙ্গে নেপলসে তাঁর প্রথম দেখা হয়। অল্প সময়ের মধ্যে তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান। সেটা ভেঙেও যায়। এ জন্য নিজের স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন সদ্য পদত্যাগ করা এই মন্ত্রী।