স্ট্রলারে সন্তানকে নিয়ে দৌড়ে মায়ের রেকর্ড
কত রকম দক্ষতাই না থাকে মানুষের। এ জন্য স্বীকৃতিও আদায় করে নেন কেউ কেউ; গড়েন রেকর্ড। ইউক্রেনের নাগরিক ক্রিস্টিনা বোগোমিয়াগকোভা ভিন্ন রকমের এক দক্ষতা দেখিয়ে জায়গা করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। সন্তানকে স্ট্রলারে বসিয়ে ১০ কিলোমিটার দৌড়েছেন তিনি। এ জন্য সময় নিয়েছেন তিনি মাত্র ৩৭ মিনিট ২৬ সেকেন্ড।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য বলছে, গত এপ্রিলে পোল্যান্ডের স্টার বাবিকে ওই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এতে অংশ নিয়েছিলেন ক্রিস্টিনা। তখন তাঁর ছেলের বয়স ছিল ১ বছর ৭ মাস।
সন্তানকে স্ট্রলারে বসিয়ে ১০ কিলোমিটার দৌড়েছেন তিনি। এ জন্য সময় নিয়েছেন তিনি মাত্র ৩৭ মিনিট ২৬ সেকেন্ড।
ক্রিস্টিনার বয়স ৩৩ বছর। ৮ বছর বয়স থেকেই খেলাধুলার প্রতি তাঁর দারুণ ঝোঁক। দুই দশকের বেশি সময় ধরে দৌড় তাঁর প্রাত্যহিক জীবনের অংশ।
প্রতিযোগিতায় দৌড়ানোর সময় ছেলে তাঁকে খুবই সহযোগিতা করেছে বলে জানান এই মা। তিনি বলেন, দৌড়ানোর সময় তাঁর ছেলে ঘুমে নয়, বরং জেগেই ছিল। কিন্তু পুরো সময় ছেলে নিজের মতো করে গান গেয়েছে।
আবহাওয়া যেমনই থাকুক, ক্রিস্টিনা তাঁর ছেলেকে স্ট্রলারে নিয়ে প্রতিদিন ১৪ কিলোমিটার দৌড়ান।
ক্রিস্টিনা জানান, এই রেকর্ড গড়তে ৯ মাস ধরে ছেলেকে নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
আবহাওয়া যেমনই থাকুক, ক্রিস্টিনা তাঁর ছেলেকে স্ট্রলারে নিয়ে প্রতিদিন ১৪ কিলোমিটার দৌড়ান। ঠিক কবে এই রেকর্ডের বিষয়ে জানতে পেরেছেন, তা এখন আর মনে করতে পারেন না। তবে ক্রিস্টিনা এটা জানার পর যত দ্রুত সম্ভব এই রেকর্ড ভাঙার প্রচেষ্টা শুরু করেন এবং শেষ পর্যন্ত বিজয়ীর হাসিও হাসেন তিনি।