পুতিনের সঙ্গে ট্রাম্পের কোনো কথা হয়নি বলে দাবি করেছে ক্রেমলিন
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হয়েছে বলে মার্কিন গণমাধ্যমের খবরকে নাকচ করে দিয়েছে ক্রেমলিন।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গতকাল রোববার জানিয়েছে, গত বৃহস্পতিবার ট্রাম্প পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি পুতিনকে এই লড়াইকে আর না বাড়াতে বলেন।
এর প্রতিক্রিয়ায় আজ সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন সম্পূর্ণ অসত্য। এমনকি তাদের মধ্যে ফোনে কোনো কথাও হয়নি বলে তিনি দাবি করেন।
সূত্র প্রকাশ না করে ওয়াশিংটন পোস্ট প্রথম ট্রাম্প ও পুতিনের ফোনালাপের কথা জানায়। প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ট্রাম্প পুতিনকে মনে করিয়ে দেন যে ইউরোপজুড়ে তাঁদের সামরিক বাহিনীর বিশাল উপস্থিতি রয়েছে।
বেশ কয়েকজন এই পত্রিকাকে বলেছেন, ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে আরও আলোচনা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন, নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তিনি ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারেন। এমনকি তিনি এ বিষয়ে পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন বলে ইঙ্গিত দেন।
তবে তিনি কীভাবে শান্তিচুক্তি করাবেন বা কী ধরনের শর্ত দেবেন, তা বলেননি।
রাশিয়ার প্রেসিডেন্ট শান্তি আলোচনার পূর্বশর্ত হিসেবে ইউক্রেনকে তার পূর্ব ও দক্ষিণ ভূখণ্ড থেকে সরে আসার দাবি জানিয়ে আসছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আড়াই বছর পেরিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চূড়ান্ত ও সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে রয়েছে। মস্কোর সেনারা এখনো দ্রুতগতিতে এগোচ্ছেন। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা এ যুদ্ধ কীভাবে শেষ করা যায়, তা নিয়ে ভাবছেন।
এদিকে মার্কিন নির্বাচনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সতর্ক করে দিয়ে বলেছেন, পুতিনকে ‘কোনো ধরনের ছাড় দেওয়া’ উচিত হবে না।