এই গ্রামে গুরুতর অসুস্থ হওয়া নিষেধ

ইতালির দক্ষিণের ক্যালাব্রিয়া অঞ্চলে বেলকাস্ত্রো গ্রামের অবস্থানছবি: বেলকাস্ত্রো পৌরসভার ফেসবুক থেকে নেওয়া

ইতালির একটি ছোট্ট গ্রাম বাসিন্দাদের গুরুতরভাবে অসুস্থ হওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

স্থানীয় মেয়র আন্তোনিও তোরচিয়া বেলকাস্ত্রো গ্রামের মানুষদের উদ্দেশে একটি আদেশ জারি করেন। আদেশে বলা হয়, ‘যেসব অসুস্থতায় জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন, সেসব অসুস্থতা এড়িয়ে চলার জন্য গ্রামের বাসিন্দাদের নির্দেশ দেওয়া হলো।’

ইতালির দক্ষিণের ক্যালাব্রিয়া অঞ্চলে বেলকাস্ত্রো গ্রামের অবস্থান। এটি ইতালির সবচেয়ে দরিদ্র গ্রামগুলোর একটি।

মেয়র আন্তোনিও তোরচিয়া বলেন, পদক্ষেপটি ‘স্পষ্টতই একটি হাস্যকর উসকানি।’ তবে স্থানীয় স্বাস্থ্যসেবা–ব্যবস্থার ত্রুটিগুলো তুলে ধরতে তিনি আঞ্চলিক কর্তৃপক্ষকে যে জরুরি নোটিশ পাঠিয়েছিলেন, তার চেয়ে এটির প্রভাব বেশি ছিল।

মেয়র বলেন, বেলকাস্ত্রো গ্রামের প্রায় অর্ধেক বাসিন্দা, অর্থাৎ ১ হাজার ২০০ জনের বয়স ৬৫ বা তার বেশি। গ্রামটি থেকে দুর্ঘটনা ও জরুরি (এঅ্যান্ডই) বিভাগ ৪৫ কিলোমিটার (২৮ মাইল) দূরে অবস্থিত। শুধু একটি সড়ক ব্যবহার করে এঅ্যান্ডই বিভাগে যাওয়া যায়। আর এই সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৩০ কিলোমিটার।

গ্রামের জন্য নিয়োজিত চিকিৎসকদের চেম্বারও সব সময় খোলা থাকে না। আর সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য ছুটি ও নির্ধারিত সময়ের পর এটি বন্ধ থাকে।

তোরচিয়া ইতালির একটি টেলিভিশনকে বলেন, ‘তখন নিরাপদ বোধ করা কঠিন, যখন আপনি বুঝবেন যে সহায়তার প্রয়োজন হলে সময়মতো এঅ্যান্ডই বিভাগে পৌঁছানই একমাত্র আশা।’ আর সেখানে যাওয়ার সড়কটি যেকোনো অসুখের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

ওই আদেশের অংশ হিসেবে গ্রামের বাসিন্দাদের ক্ষতিকর হতে পারে, এমন কাজে জড়িত না হতে ও গার্হস্থ্য দুর্ঘটনা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘন ঘন বাড়ি থেকে বের না হওয়া, ভ্রমণ বা খেলাধুলা অনুশীলন না করার এবং (পরিবর্তে) বিশ্রাম নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নতুন নিয়মগুলো কীভাবে প্রয়োগ করা হবে, তা স্পষ্ট নয়।

কম জনবহুল ক্যালাব্রিয়া ইতালির দরিদ্রতম অঞ্চলগুলোর একটি। রাজনৈতিক অব্যবস্থাপনা ও মাফিয়া হস্তক্ষেপ এখানকার স্বাস্থ্যসেবা–ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, যা প্রায় ১৫ বছর আগে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রশাসনের অধীনে ছিল।

রোমের নিযুক্ত কমিশনাররা হাসপাতালগুলোর বিশাল ঋণের বোঝা সামাল দিতে হিমশিম খাচ্ছেন। এর অর্থ হলো, ক্যালাব্রিয়া অঞ্চলের মানুষের জন্য চিকিৎসাকর্মী ও হাসপাতালে শয্যার গুরুতর সংকটের অবসান খুব শিগগিরই হচ্ছে না।

অঞ্চলটির ১৮টি হাসপাতাল ২০০৯ সালের পর থেকে বন্ধ। ফলে ক্যালাব্রিয়ার প্রায় অর্ধেক, অর্থাৎ প্রায় ২০ লাখ মানুষ অঞ্চলটির বাইরে গিয়ে চিকিৎসাসেবা নিতে চান।

২০২২ সালে অঞ্চলটি ঘোষণা করে যে কিউবা সেখানকার বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে কাজ করার জন্য তিন বছরে ৪৯৭ জন চিকিৎসক পাঠাবে। আঞ্চলিক গভর্নর রবার্তো ওচিউতো গত বছর বলেছেন, ‘এ চিকিৎসকেরা ক্যালাব্রিয়ার হাসপাতালগুলোকে রক্ষা করেছেন।’

বেলকাস্ত্রোর বাসিন্দারা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মেয়র তোরচিয়া এই সমস্যাগুলোকে আরও বেশি সামনে নিয়ে আসার জন্য সঠিক কাজটি করেছেন। সিদ্ধান্তটি বিবেককে নাড়া দেবে।’

এক ব্যক্তি বলেছেন, ‘তিনি (তোরচিয়া) একটি গুরুতর সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য উসকানিমূলক আদেশ ব্যবহার করেছেন।’