নিলামে উঠছে মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক’ নাচের সেই হ্যাট
প্রয়াত পপ-কিংবদন্তি মাইকেল জ্যাকসন তাঁর গান দিয়ে যেমন বিশ্ববাসীকে মাতিয়ে রাখতেন, তেমনি ভক্তদের কাছে তাঁর ‘মুনওয়াক’ নাচ ছিল খুবই প্রিয়। এই মুনওয়াক বা সামনে হাঁটার ভঙ্গি করে পেছনের দিকে যাওয়ার বিশেষ নাচটি প্রথমবার করার সময় জ্যাকসন যে কালো রঙের হ্যাট (টুপি) পরেছিলেন, তা এবার নিলামে উঠতে যাচ্ছে।
আগামী সেপ্টেম্বরে ফ্রান্সের প্যারিসে সংগীত জগতের বিভিন্ন স্মারক নিয়ে একটি নিলামের আয়োজন করা হবে। ওই নিলামে জ্যাকসনের হ্যাটটিও তোলার পরিকল্পনা করা হয়েছে।
১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের সময় কালো রঙের হ্যাটটি পরেছিলেন পপ দুনিয়ার বাদশা জ্যাকসন। কনসার্টটি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। জ্যাকসন তখন খ্যাতির চূড়ায়। কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের একপর্যায়ে ‘মুনওয়াক’ নাচ শুরু করেন জ্যাকসন। পরবর্তী সময় এই নাচ তাঁর ‘ট্রেডমার্ক’-এ পরিণত হয়।
আগামী ২৬ সেপ্টেম্বর নিলাম প্রতিষ্ঠান দ্রুয়োত তাদের সংগ্রহে থাকা জ্যাকসনের হ্যাটটি নিলামে তুলবে। এর মূল্য ধরা হয়েছে ৬০ হাজার থেকে ১ লাখ ইউরো।
ওই নিলামে সংগীত জগতের আরও যেসব স্মারক তোলা হবে তার মধ্যে আছে—মার্কিন সংগীতশিল্পী টি বোন ওয়াকারের একটি গিটার, ব্রিটিশ সংগীতশিল্পী মার্টিন গোরের ব্যবহৃত স্যুট এবং মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনার একটি স্বর্ণপদক।
আর্টপেজেস ও লেমন অকশনের উদ্যোগে নিলামের আয়োজন করা হবে।
নিলামে প্রায় ২০০টি জিনিস তোলা হবে। এর মধ্যে কী কী জিনিস থাকবে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা আগামী ৪ জুলাই প্রকাশ করা হবে।