ইউক্রেনে পশ্চিমা গোলার চালান আসতে শুরু করেছে

আগে ইউক্রেনের সেনাসদস্যরা জানিয়েছিলেন, চালানের সংকটে তাঁদের বুঝেশুনে গোলা ব্যবহার করতে হচ্ছেফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনে পৌঁছাতে শুরু করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কামানের গোলার চালান।

ওয়াশিংটনে রাজনৈতিক বিরোধের কারণে মাঝখানে এমন অস্ত্রের চালান আসা স্থবির হয়ে পড়েছিল। এতে রুশ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে গোলার সংকটে ভুগতে হয়েছে কিয়েভ বাহিনীকে।

বিষয়টি দেখার জন্য ইউক্রেনের দোনেৎস্কে গেছেন রয়টার্সের কয়েকজন প্রতিবেদক। তাঁরা সেখানে নতুন চালানে আসা ১৫৫ এমএম কামানের গোলা ব্যবহার করতে দেখেছেন।

এর আগে ইউক্রেনের সেনাসদস্যরা জানিয়েছিলেন, চালানের সংকটে তাঁদের বুঝেশুনে গোলা ব্যবহার করতে হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি ইউনিটের কমান্ডার বলেন, প্রয়োজনীয় গোলার অভাবে তাঁদের পদাতিক বাহিনীকে বেশ খেসারত দিতে হয়েছে। এক জায়গায় রুশ বাহিনী তাদের সব দিক থেকে ঘিরে পরাস্ত করেছিল।

এদিকে ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।