ভেনিসে ঢুকতে এখন গুনতে হবে অর্থ
ইতালির ভেনিস পর্যটকদের কাছে ‘স্বর্গরাজ্য’ হিসেবে পরিচিত। প্রতিদিন অসংখ্য পর্যটক ভেনিস যান। তবে পর্যটকদের জন্য একটি দুঃসংবাদ আছে। নগর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, এক দিনের জন্য যাঁরা ভেনিস ভ্রমণে যান, শহরে ঢুকতে হলে তাঁদের ৫ ইউরো (প্রায় ৬০০ টাকা) গুনতে হবে।
বিশ্বের আর কোনো শহরে ঢুকতে অর্থ গুনতে হয় না। এর মধ্য দিয়ে প্রথম শহর হিসেবে ভেনিসে এমন ব্যবস্থা চালু করা হচ্ছে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনিস ভ্রমণে আসবেন কিন্তু এখানে একটি রাতও অবস্থান করবেন না, এমন পর্যটকদের জন্য আসছে বসন্ত থেকে এ ব্যবস্থা চালু হবে।
তবে এখনই যে এ ব্যবস্থা স্থায়ীভাবে চালু করা হচ্ছে, ব্যাপারটি সেই রকমও নয়। ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ। প্রথমে ৩০ দিন পর্যটকদের কাছে ফি নেওয়া হবে। এর ওপর ভিত্তি করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক এ ব্যবস্থা কোনো এক মাসের জন্য নির্ধারিত থাকবে না। এক বছরের মধ্যে যেকোনো মাসের যেকোনো দিন এ ব্যবস্থা চালু থাকতে পারে। এভাবে বছরজুড়ে ৩০ দিন ফি আদায় করা হবে। পর্যটক বেশি থাকবেন, বাছাই করা হতে পারে এমন দিন।
নগর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত কিছু সময়ে এক দিনের জন্য আসা পর্যটকদের নিরুৎসাহিত করতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে রাতে অবস্থান করবেন, এমন পর্যটক, স্থানীয় বাসিন্দা, নিয়মিত চলাচল করেন, এমন লোকজন নতুন এই নিয়মের আওতায় পড়বেন না।