যত দিন লাগে ইউক্রেনকে সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের জন্য সাড়ে ৭৭ কোটি মার্কিন ডলারের আরও একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ‘যত দিন সময় লাগে’ রাশিয়ার অব্যাহত হামলা বন্ধ করতে ইউক্রেনকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন একটি বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়, সামরিক এই সহায়তার মধ্যে প্রতিরক্ষা বিভাগ থেকে অতিরিক্ত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। বিবৃতিতে এর বেশি বিস্তারিত কিছু বলা হয়নি।
ব্লিঙ্কেন বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন পরিষ্কার করে বলেছেন যে রুশ হামলা মোকাবিলায় ইউক্রেনের জনগণকে যত দিন প্রয়োজন আমরা সহায়তা দিয়ে যাব।’ এ সময় যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা ইউক্রেনকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ব্লিঙ্কেন বলেন, যুদ্ধক্ষেত্রে পার্থক্য গড়ে দিতে এবং আলোচনার টেবিলে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করতে এই সহায়তাগুলো অনেক হিসাব-নিকাশ করে দেওয়া হচ্ছে।
বিবৃতিতে এ সহায়তা প্যাকেজের আওতায় কিয়েভকে কী অস্ত্র পাঠানো হবে, তা বলা হয়নি। তবে একজন জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা গতকাল সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন প্রথমবারের মতো মাইন-প্রতিরোধী যানবাহনকে সহায়তা প্যাকেজে অন্তর্ভুক্ত করতে পারে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেন পুতিন। এ যুদ্ধে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। উদ্বাস্তু হয়েছেন লাখ লাখ মানুষ। চলমান যুদ্ধে রুশ বাহিনী ৩ হাজার ৬৫০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিল। এর মধ্যে পশ্চিমা যন্ত্রাংশে নির্মিত ক্ষেপণাস্ত্রও রয়েছে। এতে যেমন বেসামরিক অনেক মানুষের মৃত্যু হয়েছে, তেমনি ধ্বংস হয়ে গেছে শপিং সেন্টার, হাসপাতাল, স্কুলসহ অনেক বেসামরিক স্থাপনা। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে মস্কোর ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা।