ইউক্রেনের নিরাপত্তাপ্রধানসহ শীর্ষ দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি
ছবি: রয়টার্স ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ দুই কর্মকর্তাকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি। খবর এএফপির।

জেলেনস্কি বলেন, তিনি প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিকতোভা এবং নিরাপত্তাপ্রধান ইভান বাকানভকে বরখাস্ত করছেন। ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরুর পর থেকে একে ইউক্রেন সরকারে সবচেয়ে গুরুতর ধাক্কা বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তার বিরুদ্ধে যখন রাষ্ট্রদ্রোহের অভিযোগ উঠেছে, তখনই এ বরখাস্তের ঘোষণা এল।

গতকাল রোববারের ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তাদের রাষ্ট্রদ্রোহ এবং রাশিয়াকে সহযোগিতা ও মদদ দেওয়া-সংক্রান্ত সাড়ে ৬০০–এর বেশি ঘটনা নিয়ে বর্তমানে তদন্ত চলছে। এর মধ্যে ৬০টি ঘটনায় যে কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ উঠেছে তাঁরা রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় আছেন। জেলেনস্কি বলেন, এসব কর্মকর্তা ইউক্রেনবিরোধী কার্যকলাপে লিপ্ত।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, জাতীয় নিরাপত্তার ভিত্তির বিরুদ্ধে এত বেশি–সংখ্যক অপরাধের ঘটনা। ইউক্রেনীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং রাশিয়ার বিশেষ বাহিনীর মধ্যে যে সংযোগ প্রতিষ্ঠিত হয়েছে তা সংশ্লিষ্ট নেতাদের অত্যন্ত গুরুতর প্রশ্নের মুখে ফেলছে। এ ধরনের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে