ইউক্রেনের আরেকটি শহর দখল নিল রাশিয়া
রুশ সেনারা পূর্ব ইউক্রেনের আরেকটি শহর দখলে নিয়েছেন। রাশিয়ার সেনাবাহিনী আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছে।
রুশ সেনাদের দখল করা শহরটির নাম নোভোরোদিভকা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর আগে শহরটির বাসিন্দার সংখ্যা ছিল ১৪ হাজারের বেশি।
নোভোরোদিভকা ইউক্রেনের পূর্ব দিকের দনবাসের দোনেৎস্ক অঞ্চলের একটি শহর। এই অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পোকরোভস্ক শহর দখলই রুশ সেনাদের প্রধান লক্ষ্য।
গত গ্রীষ্মকাল থেকে এই অঞ্চলে অভিযান জোরদার করেন রুশ সেনারা। তাঁরা এখন পোকরোভস্ক দখলের কাছাকাছি পর্যায়ে চলে এসেছেন।
এদিকে গত ৬ আগস্ট আকস্মিকভাবে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করে ইউক্রেন। কিন্তু তা সত্ত্বেও দোনেৎস্ক অঞ্চলে ধীরগতিতে নিজেদের লক্ষ্যে এগিয়ে যায় রাশিয়া।
গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেনের পূর্ব দিকের দনবাস দখলই তাঁদের প্রধান লক্ষ্য। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের পাল্টা অভিযানের কারণে দনবাসে তাঁদের অভিযান আরও সহজ হয়েছে।