২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

প্রমোদতরি ডুবে মেয়েসহ ব্রিটিশ ধনকুবের নিখোঁজ

ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চফাইল ছবি: এএফপি

ইতালির সিসিলি উপকূলে বিলাসবহুল প্রমোদতরি ডুবে মেয়েসহ নিখোঁজ হয়েছেন ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ। স্থানীয় সময় সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

প্রমোদতরি ডোবার ঘটনায় ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ, তাঁর ১৮ বছর বয়সী মেয়ে হান্না লিঞ্চসহ নিখোঁজ রয়েছেন ছয়জন। জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। এ ছাড়া একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রমোদতরিতে ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন।

ইতালির কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মাইক ও হান্না ছাড়া নিখোঁজ বাকি চার ব্যক্তির মধ্যে দুজন ব্রিটিশ ও দুজন আমেরিকান।

যে ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে, তাঁর নাম রিকার্ডো থমাস। তিনি তরির পাচক ছিলেন। জীবিত উদ্ধার হওয়া ১৫ ব্যক্তির মধ্যে মাইকের স্ত্রী অ্যাঞ্জেলা বেকারেস রয়েছেন।

বায়েসিয়ান নামের ১৮৩ ফুট দৈর্ঘ্যের প্রমোদতরিটির মালিকানার সঙ্গে অ্যাঞ্জেলার সংশ্লিষ্টতা আছে।

প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে প্রমোদতরিটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এটি তীর থেকে আধা কিলোমিটার দূরে সাগরে নোঙর করা ছিল। কিন্তু প্রচণ্ড ঝড়ে এটির মাস্তুল ভেঙে যায়। এতে ভারসাম্য হারিয়ে একপর্যায়ে তরিটি ডুবে যায়।

বেঁচে যাওয়া আরোহীদের একজন ব্রিটিশ নারী শার্লট গোলুনস্ক। তিনি জানান, তরি ডুবে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য তিনি তাঁর এক বছর বয়সী মেয়েকে হারিয়ে ফেলেন। তবে আবার তিনি তাকে খুঁজে পান। এরপর তিনি মেয়েকে পানির ওপর তুলে ধরে ভাসতে থাকেন। একপর্যায়ে উদ্ধারকর্মীরা তাঁদের খুঁজে পান। এ ঘটনায় শার্লটের স্বামীও বেঁচে ফিরেছেন।

ইতালির কোস্টগার্ড তাদের জলযান, ডুবুরি ও হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।