সার্বিয়ায় ট্রাকের ভেতর থেকে ৯ অভিবাসী উদ্ধার
গ্রিস থেকে পোল্যান্ডগামী একটি ট্রাকে অ্যালুমিনিয়াম রোলের মধ্যে লুকিয়ে থাকা ৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে সার্বিয়া। আজ শুক্রবার সার্বিয়ার কাস্টমস কর্তৃপক্ষ ট্রাকটি স্ক্যান করার সময় তাদের শনাক্ত করে। অভিবাসীরা আফগানিস্তান, পাকিস্তান ও সিরিয়ার যুবক।
একটি বিবৃতিতে বলা হয়েছে, উত্তর মেসিডোনিয়ার সঙ্গে সার্বিয়ার সীমান্তে কাস্টমস কর্মকর্তারা স্ক্যানের সময় এসব অভিবাসীদের শনাক্ত করা হয়। সার্বিয়ার কেন্দ্রস্থলে বলকান স্থলবন্দর অবস্থিত। শরণার্থী ও অভিবাসীরা পশ্চিম ইউরোপে পৌঁছাতে এবং সেখানে নতুন জীবন শুরু করার জন্য বন্দরটি ব্যবহার করেন।
অভিবাসীরা তুরস্ক থেকে গ্রিস বা বুলগেরিয়া, এরপর উত্তর মেসিডোনিয়া এবং সার্বিয়ায় যান। এরপর সার্বিয়া থেকে তাঁরা ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র হাঙ্গেরি, ক্রোয়েশিয়া বা রোমানিয়ার দিকে অগ্রসর হন। কেউ কেউ আবার প্রথমে বসনিয়া যান, পরে ক্রোয়েশিয়ায় পাড়ি জমান।
সহিংসতা বা দারিদ্র্য থেকে পালিয়ে আসা হাজার হাজার মানুষ প্রতিবছর বলকান অঞ্চল দিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশের চেষ্টা করেন। অচেনা সীমান্ত অতিক্রম করতে সহায়তা নিতে গিয়ে তাঁরা প্রায়ই মানব পাচারকারীদের হাতে পড়ে বিপদের সম্মুখীন হন।