ট্রেনে চড়ল দুই কাঠবিড়ালি, অতঃপর...

যুক্তরাজ্যের রিডিং থেকে গ্যাটউইকগামী একটি ট্রেনে সম্প্রতি দুই কাঠবিড়ালী চড়ে বসেরয়টার্স

চলন্ত ট্রেনে হঠাৎ লাফিয়ে পড়ল দুটো কাঠবিড়ালি। রীতিমতো কামরার ভেতরও ঢুকে পড়ল। কাঠবিড়ালি দুটোকে ট্রেন থেকে নামাতে বিভিন্ন কৌশল খাটিয়েও কাজ হলো না। অবশেষে ট্রেনের যাত্রাই বাতিল করতে হলো কর্তৃপক্ষকে। গত সোমবার যুক্তরাজ্যের রিডিং থেকে গ্যাটউইকগামী একটি ট্রেনে ঘটেছে এই ব্যতিক্রম ঘটনা।

গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে কোম্পানির অধীন পরিচালিত ওই ট্রেন স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটে রিডিং থেকে যাত্রা করেছিল। গমশল এলাকায় পৌঁছানোর পর চলন্ত ট্রেনটিতে লাফিয়ে পড়ে কাঠবিড়ালিগুলো। এরপর শুরু করে কামরার ভেতর ছোটাছুটি। এগুলোকে দেখে যাত্রীরাও অন্য কামরায় যেতে হুড়োহুড়ি শুরু করেন।

একপর্যায়ে যাত্রীরা ট্রেনে কাঠবিড়ালি দুটোর ছোটাছুটি করার কথা জানান রেলকর্মীদের। কর্মীরা তখন নানা কায়দায় কাঠবিড়ালি দুটোকে ট্রেন থেকে নামানোর চেষ্টা করতে থাকেন। শুরুতে কাঠবিড়ালিগুলোকে খাবারের লোভ দেখিয়ে ট্রেন থেকে নামানোর কৌশল নেন তাঁরা। তাতে কাজ হয়নি। এরপর তাঁরা ঝাড়ু দিয়ে জোর করে কাঠবিড়ালিগুলোকে নামানোর চেষ্টা করেন। এ চেষ্টাও ব্যর্থ হয়। পরে একটিকে কোনোরকমে নামানো গেলেও আরেকটি ছিল একেবারেই নাছোড়বান্দা। অগত্যা কী করা! পুরোপুরি ট্রেনটির যাত্রাই বাতিল করে কর্তৃপক্ষ।

দুই কাঠবিড়ালিকে নিয়ে হওয়া এ বিড়ম্বনাকে মজার ছলেই বর্ণনা করেন গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের মুখপাত্র। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে রিডিং থেকে গ্যাটউইকগামী ০৮৫৪ ট্রেনটি রেডহিলে পৌঁছানোর পর এর যাত্রা বাতিল করা হয়েছে। গমশালে রেলওয়ের রীতি লঙ্ঘন করে, কোনো টিকিট ছাড়া এক জোড়া কাঠবিড়ালি ট্রেনে চড়ে বসার পর তা বাতিল করা হয়।’

মুখপাত্র আরও বলেন, ‘আমরা ওদের (কাঠবিড়ালি) রেডহিলে নামিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু ওদের একটি নামতে রাজি হয়নি। এ বিড়ম্বনার অবসান ঘটাতে আমরা ওটিকে নিয়ে রিডিংয়ে ফেরত গেছি।’